You are viewing a single comment's thread from:
RE: চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি || Bengali Recipe by @hafizullah
চিংড়ি মাছ দিয়ে যেকোনো রেসিপি খেতে চমৎকার লাগে। আর মিষ্টি কুমড়া তো আরোই ভালো । আমরা মিষ্টি কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি তবে এরকম ঝোল থাকে না। আপনারটাও আশা করি বেশ ভালই হবে খেতে কারণ রংটা তো দারুন লাগছে দেখতে। হবে কি বলছি? খেয়ে তো হজম হয়ে গেছে এতক্ষণে মনে হয়।
ঠিক বলেছেন, তবে আমার প্রায় রেসিপিতে ঝোল থাকা চাই কারন আপনার ভাবির পছন্দ। কিন্তু আমি আবার ঝোল একদমই পছন্দ করি না। হুম ফুল হজম হয়ে গেছে হি হি হি।