আপু আমি তো কোনদিন বোয়াল মাছ খাইইনি। জানিইনা কেমন খেতে হয়। এখানে বাজারে দেখি বোয়াল মাছ পাওয়া যায় কিন্তু এত বড় বড় সাইজ হয় আমার দেখেই ভয় করে তাই আর কেনা হয় না। আমি বোয়াল মাছকে যে এভাবে সিমের বীজ দিয়ে রান্না করা যায় কথা আমি আগে কোথাও দেখিনি। চমৎকার রান্না হয়েছে মনে হচ্ছে দেখে। এবং খুব স্বাস্থ্য করও।