You are viewing a single comment's thread from:

RE: বিশ্বাস উঠে যাচ্ছে!

in আমার বাংলা ব্লগ5 hours ago

আপু ঘাড়ে কি হয়েছে? আপনার যদি ঘাড়ে স্পন্ডালাইটিস জনিত কোন সমস্যা থেকে থাকে বা যন্ত্রণা হয় তাহলে ওই রোগ কখনোই ওষুধে সারবে না। আপনি ফিজিওথেরাপি করার নিয়মিত ব্যায়াম করুন তবেই সারবে। আজকাল গুগল হয়ে গিয়ে অনেক সুবিধে রয়েছে । কিছু কিছু রোগের চিকিৎসা google থেকে অনেক হেল্প পাওয়া যায় । তবে অবশ্যই অথেনটিক সাইট হতে হবে। এছাড়াও অনেক ডাক্তার রয়েছেন যারা অনলাইন পরামর্শ দেন বাইরের দেশেরই। আপনি তাদের সাথে যোগাযোগ করুন। বিশ্বাস উঠে গিয়ে বা ভরসা চলে গিয়ে আখেরে শরীর তো সুস্থ হবে না। তাই আগেই শরীরের দিকে নজর দিতে হবে ।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.25
JST 0.039
BTC 94802.39
ETH 3313.10
USDT 1.00
SBD 3.32