সত্যিই এসব সোনার দিন। আমার শৈশবে কিন্তু ইলেকট্রিক ছিল। তবে আপনি যা উপভোগ করেছিলেন সেগুলোও ছিল। অনেকটা না হলেও বেশ কিছুটাই ছিল। আপনার লেখাটা পড়তে পড়তে আমি আমার শৈশবে ফিরে যাচ্ছিলাম। সত্যি বলতে কি এখন বিজ্ঞানের উন্নতি হয়েছে ঠিক কথাই মোবাইলের ফলে আমরা খুব সহজেই সবার সাথে যোগাযোগ করে উঠতে পারছি। কিন্তু অনেক প্রাকৃতিক জিনিস হারিয়ে গেছে। সরলতা হারিয়ে গেছে মনের সহজ আনন্দগুলো হারিয়ে গেছে।
এখনকার কিশোরদের দেখলে আমার বেশ আফসোস হয়। সময় আমরা পার করেছি আর কি সময় তারা পার করছে! যাইহোক, খুবই সুন্দর মন্তব্য করেছেন, দিদি। ধন্যবাদ আপনাকে।