এ ধরনের রেসিপি দেখলে জিভের জল আটকানো দায় হয়ে পড়ে। কি সুন্দর করে বানিয়েছেন আপনি বাড়িতেই। আমারও মাঝেমধ্যে খুব খেতে লোভ হয়, আগে দোকান থেকে কিনেই খেতাম। কখনো নিজের বাড়িতে বানাইনি। তবে এখন যেখানে থাকি সেখানে তো দোকান থেকে পাওয়া যায় না খুব একটা। তাই ভাবছি এরকম সুন্দর চটপটি আমিও একদিন বাড়িতে বানিয়ে নেব। দেখতে তো দারুন হয়েছে আপনার চটপটি।
হ্যাঁ আপু বাসায় খুব সহজে চটপটি বানানো যায়। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।