আপু আপনার কথার সাথে দ্বিমত হচ্ছে না উল্টে পুরোপুরি সহমত হলাম। আমার বাবাকেই তো ছোট থেকে দেখে এসেছি কি বলবো। আমার মা বলেন সংসারে কেউ ত্যাগী কেউ ভোগী। যারা করে যায় তারা আজীবন কাল করে এবং ত্যাগ করে। আর যারা ভোগ করে তারা কেবলমাত্র ভোগ করে। সেখানে না তাদের মানবিকতা কাজ করে না অন্য কোন সত্তা। আজীবন কান ধরে ভোগ করতে করতে তারা কেবল ভোগের হিসেব-নিকেশই করতে থাকে। আসলেই তাদের কোন লজ্জা বোধও নেই।