আপনাদের বেশ তাড়াতাড়ি নবান্ন উৎসব হয় ভাবি৷ আমাদের এই উৎসব হতে এখনও দুই মাস৷ তবে এই দুইমাস প্রতি বৃহস্পতিবার নবান্ন উৎসবের অল্প অল্প পালন হয়৷ তাই নিয়ে লিখব একদিন৷ আপনারা যেমন মসজিদে ক্ষীর পাঠান আমরাও তেমনি মকর পাঠাই। আসলে বাংলার উৎসবগুলো একই ধরণের শুধু সামান্যই আলাদা৷ আমাদের নবান্ন উৎসব এখনও হয়।
কৃষি প্রধান দেশের মানুষ আমরা, ধান চালকে গুরুত্ব দিয়ে চাষির বাড়ির আনন্দ উৎসব, এতে মানুষ ও মানুষের খিদে নিবারণই আসল উদ্দেশ্য। এই উৎসব চালু হওয়ার পেছনে মস্ত কারণ ছিল৷ তা নিয়েও লিখব একদিন৷
ভালো লাগল ভাবি আপনা পোস্ট পড়ে৷ অনেক কিছু মনে এলো।
আমাদের গ্রামে অনেকদিন থেকে নবান্ন উৎসব টা বন্ধ হয়েছিল আপু। নতুন করে এ বছর থেকে আবারো চালু করা হলো। ছোটবেলায় কত আনন্দ করতাম। আবারো নতুন করে যেন প্রাণ ফিরে পেয়েছিলাম। সবাই মিলে খুবই আনন্দ করেছি শীতের পিঠাপুলি খেয়েছি।