জীবন তো আসলেই একটা নদী। নদী বইতে থাকে জীবনও তাই। সেই দিক থেকে দেখলে জীবনে কোন কিছুই স্থায়ী নয়। বরং বন্ধুবান্ধব যা আসে তা একটা নির্দিষ্ট সমীর পর চলে যাওয়াই ভালো। সেক্ষেত্রে আমরা পরবর্তী অনুভূতিগুলোও ভোগ করতে পারি। তবে ধরনের তিক্ত অভিজ্ঞতা কাম্য নয়। আবার সেই বন্ধুর সাথে কোন একদিন কোন এক ক্ষণে দেখা হবে কথা হবে স্মৃতিচারণ হবে সেগুলো অন্য ধরনের যাপন। আপনার বন্ধু নিশ্চয়ই ভালো থাকবেন এবং নিজের জীবিকায় অনেক উন্নতি করবেন।
তার উন্নতি আমিও চাই, তাছাড়া সবাই ভালো থাকুক নিজ নিজ অবস্থানে।