আপনার ছবি দেখলেই বোঝা যায় শ্রীমঙ্গলের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর। চা বাগান ঘিরে পোস্ট করা প্রতিটি ব্লগই আমি পড়েছি। আজ তো সাত রঙের চা বিষয়টা কি সেটা জানবার জন্য মন দিয়ে পড়লাম। দেখে তো বেশ আকর্ষণীয় লাগলো কিন্তু খেতে যে ভালো না সেটা শুনে বেশ হতাশ হয়ে পড়লাম। ভেবেছিলাম চমৎকার খেতে হবে হয়তো।
আসলে দিদি সাত রঙের চা নামটা অনেক জনপ্রিয়। আর এই কারণেই মানুষ এই চা খেয়ে থাকে। হতাশ হওয়ার কিছু নাই দিদি আপনি এসে খেয়ে টেস্ট করবেন। আর এটা একটা অভিজ্ঞতা ছিল আমাদের। অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।