You are viewing a single comment's thread from:
RE: জীবনে প্রথম বারের জন্য ট্রেন মিস!
হায় রে! আমার একবার কানের পাশ দিয়ে বেরিয়েছিল। আমরা তখন মুম্বাইতে থাকি। ব্যারাকপুর থেকে মুম্বাইয়ের ট্রেন ধরব৷ লঞ্চ পেরিয়ে শ্রীরামপুর হয়ে কলকাতা৷ কি করে যে দেরী হল লিলুয়ার কাছে ট্রেন দাঁড়িয়ে গেল, আমার তো মাথায় হাত। সাথে মেয়ে আছে, লাগেজ৷ হাওড়াতে ১ নম্বর প্লার্টফর্মে ট্রেন ঢোকালো তার ৭ মিনিট পর মুম্বাইয়ের ট্রেন ছাড়বে। সেই ট্রেন দিয়েছে ২১ নম্বর প্লার্টফর্মে। ট্রেনে পা দেওয়া মাত্রই ছেড়েছিল। কিভাবে যে পৌঁছে ছিলাম আমি মাঝে মাঝে ভাবি৷ অথচ আমি অন্তত দেড় ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যাওয়া মানুষ৷