ব্রেন আনলকের কথা এতদিন শুনেছি তবে এতটা ডিটেলে জানতাম না। তবে এই প্রযুক্তি একদিক থেকে যেমন ভালো আরেক দিক থেকে একেবারেই ভালো নয়। কারণ সমস্ত মানুষের ব্রেনের সমস্ত পার্ট যদি একটিভ হয়ে যায় সেক্ষেত্রে কোথাও গিয়ে মনে হয় সব মানুষই একই রকম ধরনের হয়ে যেতে পারে। প্রত্যেকেরই ব্রেনের নির্দিষ্ট একটা পার্ট কাজ করে এবং অনেকটাই পার্ট ঘুমিয়ে থাকে। যে কারণেই প্রতিটা মানুষের মধ্যে বৈচিত্র রয়েছে। তাছাড়া আমার কোথাও গিয়ে মনে হয় প্রাকৃতিক জিনিসকে প্রাকৃতিক ভাবেই এগিয়ে নিয়ে যাওয়া ভালো। অবশ্যই চিকিৎসার জন্য ব্যবহার করার প্রসঙ্গে বলব প্রশংসনীয় প্রযুক্তি ব্যবস্থা।
খুবই সুন্দর আলোচনা করেছেন।