আপনার প্রতিবেশী আপনার বাড়ি বয়ে এসে যে কথাটা বলেছেন তার অন্তর্নিহিত অর্থটা কি আপনি বুঝেছেন? আসলে বাড়ি বলুন বা জায়গা কিনুন বা একটা গাড়ি কিনুন এই সমস্ত দৃশ্যমান জিনিস গুলো দেখে আপনার শুভাকাঙ্ক্ষী বা প্রতিবেশী সবারই মনের মধ্যে অল্পবিস্তর হিঙের চাষ হয়। কিন্তু ভদ্রতার খাতিরে সেটা তো আর সামনাসামনি দেখানো যায় না। তাই মিষ্টিমুখ করে এসে সকাল বেলায় খানিকটা তরকারিতে একটু বেশি পরিমাণ নুন ফেলার মত করে বলে গেলেন। হে হে হে৷ এখন হিঙের চাষ কি সেইটে খোলাখুলি আমি বলব না৷ আপনাকে বুঝে নিতে হবে৷
দারুণ বলেছেন কিন্তু, এজন্যই তার সঙ্গে কথা না বাড়িয়ে বরং ব্যাপারটা নিয়ে ব্লগ লিখে ফেললাম।