আমাদেরও বাড়িতে হ্যাজাক লাইট ছিল দাদা। সন্ধ্যের দিকে তো কারেন্ট বেশিরভাগই থাকতো না, তখন হ্যারিকেনে চল ছিল আর বড় পরিবার হেতু সবসময়ই আত্মীয়-স্বজন লেগেই থাকতো। তাই রোজ সন্ধের দিক করে এক লাইট জ্বালানোটা একটা নিয়মিত কাজ ছিল। সে আলোর কি জ্যোতি। আপনি আজ লিখেছেন বলেই মনে পড়ল নইলে তো আমি ভুলেই গেছিলাম হ্যাজাক লাইট বলে লাইট ছিল।