বর্তমান পৃথিবীতে ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের ধৈর্য খুবই কম। সেই কারণেই তারা কোন পরিস্থিতি মোকাবেলা করার আগে আত্মসমর্পণ করার নাম করে আত্মহত্যার পথ বেছে নেয়। একসময় মনে হচ্ছে এগুলো দুর্বল মনের কাজ। কিন্তু আজ খুব বেশি করে মনে হয় যে এগুলো অধৈর্য হয়ে যাওয়ার ফলাফল।
আপনি ঠিকই বলেছেন দিশা আপু। আত্মহত্যা মহাপাপ। আত্মাকে হনন করে দিলে তো পৃথিবীর কোন সৌন্দর্যই ভোগ করা হবে না তাই না?
আসলেই পৃথিবী অনেক সুন্দর আগে আগে নিজের ইচ্ছায় কেন মরতে হবে।