You are viewing a single comment's thread from:
RE: সূর্যমুখী ফুল আর্ট পদ্ধতি ❤️
এটা দেখতে সূর্য হয়েছে ঠিক ঠিক সূর্যমুখী ফুল কিন্তু হয়নি বোন। আমার এই নাবাচক কমেন্টের জন্য কিছু মনে করো না। সূর্যমুখী ফুলের মাঝখানটা ব্রাউন কালার দিয়ে দেখো আরো ভালো লাগবে দেখতে। সেক্ষেত্রে সূর্যমুখীই মনে হবে। আর যে পাপড়িগুলো তুমি ফোল্ড করে বানিয়েছ ওগুলো সোজা করো। সূর্যমুখী ফুল ওইভাবে গোল ফোল্ড হয়ে যায় না। আর পাপড়ি মাথার দিকে অংশগুলো পয়েন্টেড করো খানিকটা পদ্ম ফুলের পাপড়ির মতো। তোমার আকার হাত খুবই ভালো আমি আগেও দেখেছি খুব সুন্দর আর্ট বানাও।
ভুল ধরিয়ে দেয়া আপনাদের কর্তব্য। এর আগে একটি সূর্যমুখী আপনার কথার মতো এঁকেছিলাম।