You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৪৪৪ || ঘরের শত্রু বিভীষণ, কেন বলা হয় কথাটি।
অন্যতম মহাকাব্য রামায়ণের কাহিনী অনুপাতে বিভীষণ ছিলেন রাবণের ভাই। রাবণ সীতাকে অপহরণ করে ভুল করেছিলেন যে ভুলটা বিভীষণ সমর্থন করেননি এবং রাম রাবণের যুদ্ধে রামের পক্ষ নিয়েছিলেন। সেটা লঙ্কাপুরিতে থেকেই। কিন্তু মানুষ সাধারণত আশা করে পরিবারের মানুষ পরিবারের পাশেই থাকবে সে অন্যায় করুক বা অন্যায় করুক। তাকে পূর্ণ সমর্থন করবে।
বর্তমানে এরকম অনেক পরিবারেই দেখা যায় যেখানে ন্যায়ের বিরুদ্ধেও পরিবারের আপন লোকজন বিরুদ্ধাচরণ করে। কিংবা ন্যায় অন্যায়ের বিচার না করেই করে থাকে। যা অনেকাংশে ঘরের বা আপন পরিবারের শত্রুতা হয়ে দাঁড়ায়।
যেহেতু বিভীষণ প্রথম পুঁথিগত ভাবে লিখিত উদাহরণ হিসেবে পারিবারিক বিরুদ্ধাচারণ করেছিলেন তাই এই প্রবাদটা প্রচলিত "ঘর শত্রু বিভীষণ"।
দারুন সত্য কথাটা তুলে ধরেছেন দিদি পড়ে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।