গরু দুটো কি ভীষণ কিউট। আমারও দেখতে ইচ্ছে করছে বাড়িতে রাখতে। হা হা হা৷ ঘাসফড়িং এর ছবিটা বেশ সুন্দর হয়েছে আপনি নিশ্চয়ই জুম করে তুলেছেন নইলে এত কাছ থেকে তুলতে গেলে তো পালিয়ে যাবে। রঙিন প্রজাপতি দেখতে আরো সুন্দর হয় ঠিকই বলেছেন আপনি। কিন্তু এই প্রজাপতিটাও দেখতে খারাপ না প্রজাপতি যেমনই হোক বেশ ভালো লাগে দেখতে তাই না?
জি দিদি প্রজাপতি দেখতে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে।