You are viewing a single comment's thread from:

RE: বাংলা সাহিত্যে গোয়েন্দা গল্প

in আমার বাংলা ব্লগ4 months ago

বেশ সুন্দর আলোচনা করেছেন আপনি৷ ঠিকই বলেছেন গোয়েন্দা সাহিত্য শুরুর দিকে হাল্কা সাহিত্য হিসেবেই গন্য হত৷ কিন্তু বর্তমানে একেবারেই পাশা উলটে গেছে৷ এখন সব চেয়ে জনপ্রিয় গোয়েন্দা সাহিত্যই। খুব কম করে হলেও জবরদস্ত একটা ক্লাইম্যাক্স পাঠক আশা করেন৷ এছাড়াও একটি দারুণ বিষয় উল্লেখ করেছেন তা হল গল্পের গতি৷ আর আগ্রহ বজায় রাখার জন্য কি হবে কি হবে একটা উত্তেজনা৷

সামাজিক গল্পের একধরণের স্বাদ৷ সেখানে ধীর গতি হলেও একটা রিদিমে চলে।

ফেলুদা ব্যোমকেশের জনপ্রিয়তা শিখরে হলেও আজ অনেক গোয়েন্দা গল্প বেশ ভালো মানেরই লেখা হচ্ছে৷ আজকালের গোয়েন্দা গল্পের বিশেষ দিক হল ঐতিহাসিক ঘটনা প্রবাহ সমেত নানান গবেষণাধর্মী তথ্য সমৃদ্ধ৷ যা সত্যিই প্রশংসনীয়৷

আর শেষের দিকে যা লিখলেন, সামাজিক সমস্যা ও মানুষের মানসিকতা উঠে এসছে গল্পে, সহমত আপনার সাথে৷ চমৎকার আলোচনা হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95727.04
ETH 2787.96
SBD 0.67