ঠিকই তাই। বাঙালির সেরা উৎসবের দিনে গ্রামবাংলা থেকে যাওয়া ঢাকিদেরও খানিক বেশি উপার্জন হয়। এছাড়া হকারদেরও। কুমোরটুলির ব্যস্ততা যদিও অনেক আগে থেকে শুরু হয়ে যায়৷ আমার ভীষণ ইচ্ছে আছে পূজোর এক মাস আগে কুমোরটুলিতে ঢুঁ মারার। কবে হবে জানি না৷ বহু আগে যখন কলকাতায় থাকতাম তখন এসপ্ল্যানেড হাতিবাগানে পুজোর আগে যেতাম দরাদরি করে ইমিটেশনের গয়না কিনতাম। আপনার পোস্ট পড়ে সেইগুলো মনে পড়ছে।