You are viewing a single comment's thread from:
RE: রেসিপি পোস্ট // নুডুলস রান্নার রেসিপি
প্রথমেই বলি আপনার গ্যাস ওভেনটা চমৎকার৷ নিজে রান্না না করলেও সময়ে যে করেছেন নিজের জন্য এইটেই অনেক। নিজের কাজ চালানোর মতো সব কিছুই অল্প পরিমান শিখে রাখা ভালো৷ এভাবেই অল্প অল্প করে শিখে যাবেন৷ পরেরবার নুডুলস রান্না করলে মশলায় সামান্য রসুন কুচি ট্যোমেটো কুচি ও জিরাগুড়া দেবেন। দেখবেন আরও সুস্বাদু হয়েছে৷ আর ডিমের ভাজি করেও দিতে পারেন।
ঠিক বলেছেন আপু নিজের কাজ চালানোর মতো অল্প কিছু হলেও শিখে রাখা ভালো।