কেন দাদা, আপনাদের ওখানে খেলার মাঠ নেই? বাবুর বয়স কত?
শহরের জীবন যান্ত্রিক ঠিকই, তবুও আপনাদের নতুন বন্ধু হোক, যার সাথে বাবু খানিকটা খেলতে পারবে৷ বাচ্চাদেত জন্য একটু মুক্ত পরিবেশ খুবই দরকার।
কেন দাদা, আপনাদের ওখানে খেলার মাঠ নেই? বাবুর বয়স কত?
শহরের জীবন যান্ত্রিক ঠিকই, তবুও আপনাদের নতুন বন্ধু হোক, যার সাথে বাবু খানিকটা খেলতে পারবে৷ বাচ্চাদেত জন্য একটু মুক্ত পরিবেশ খুবই দরকার।
খেলার মাঠ আছে তো, তবে তা ভালোই দূরে। শহুরে পরিবেশটা আমার একদম ভালো লাগে না, গ্রামে দ্রুত ফিরতে পারলেই বাঁচি।
ওহ। তাহলে তো বেশ মুশকিল। কলকাতাতেও এরকম শুনেছি৷ বাচ্চাদের খেলার জায়গা নেই৷ বাবুকে কোন অ্যাক্টিভিটি ক্লাসে দিয়ে দিতে পারেন দাদা। সেক্ষেত্রে ওর বিকাশটাও ভালো হবে আর সামাজিকতাটাও বজায় থাকবে৷
বাবুর বয়স সবেমাত্র তিন বছর হবে আগামী মাসে, আপনার কথায় যুক্তি আছে। দেখি সুযোগ হলে, সামনে ভেবে দেখব বিষয়টা। ধন্যবাদ।
বেশ। ভালো থাকুন সবাইকে নিয়ে।