You are viewing a single comment's thread from:
RE: শ্রীরামপুরে বইয়ের দোকান খোলবার দাবীতে আছড়ে পড়লো প্রতিবাদের আগুন
প্রতিবাদ চলুক, গর্জে উঠুক বর্তমান। তবেই বাঙালি তার ঐতিহ্যের বই বন্দনা ধরে রাখতে পারবে। আসলে ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যে বই নিয়ে এত মাতামাতি কারণ নেই । তারা পড়াশোনা বলতে সামান্য পুঁথিগত বিদ্যাটুকুই বোঝে কারণ চাকরি পেয়ে ইনকাম করার জন্য ওইটুকুই যথেষ্ট। কিন্তু বাঙালির আবেগ বাঙালি শিক্ষা একেবারেই আলাদা। রেল কোম্পানি তো আর বাঙালির নয় তাই ওরা এসব বুঝবে না এটাই স্বাভাবিক। তবে জায়গা অনুপাতে মর্যাদাও দিতে হয় এটুকুও সরকারি দপ্তরের জানা উচিত। প্রতিবাদ চলুক ফিরে আসুক আমাদের রেলস্টেশনের প্রিয় বই দোকানগুলি।
সত্যিই তো। বাঙালির সত্ত্বা যেন বই। আমরা বই ভালোবাসি। আর সেই বইয়ের দোকানে আগ্রাসনের হাত পড়লে বাঙালি তো ক্ষেপে যাবি। এভাবে সবকিছুর ওপর আগ্রাসন চলতে পারেনা।