You are viewing a single comment's thread from:

RE: অবসর জীবনের স্ফূর্তি [ একরাশ নিরাশ অন্ধকারের মাঝে সে আলোকবিন্দু ]

in আমার বাংলা ব্লগ18 days ago

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গদ্য। ভীষণ ভালো লাগল। খুব সাবলীল চলনে লিখেছেন। কবি লেখকদের বোধহয় এমনই হয়, কলম ধরলে মনের কোন কোণের লেখা বেরিয়ে আসে আমরা তা বুঝতেও পারি না। জীবন পথের অনেক বাঁক থাকে। সেখানে অনেকেই আসে অনেকেই যায়। আমাদের তবু চলতে হয়। কারণ আমরা চলতেই এসেছি।

খুব ভালো লাগল।

Sort:  
 17 days ago 

ধন্যবাদ আপনাকে, একটি প্রজ্ঞাময় মতামত জানানোর জন্য। যার মাধ্যমে তুলে ধরেছেন একটি জীবন সত্য যেটা প্রত্যেক ব্যাক্তিবিশেষকে কেন্দ্র করেই বেড়ে ওঠে।

আমি আপনার এ কথার সাথে পুরোপুরি একমত যে, কবিসাহিত্যিকরা যখন কল্পবাস্তবের আধো আঁধার আলোতে লিখে চলেন, তখন নানা পর্ব, মাত্রা, ঘটনার প্রলেপ এগিয়ে চলে নিজ গতিতে।
এক্ষেত্রে হয়তো আমি সে স্বরুপের সন্ধান পেয়েছি। তার জন্য অবশ্যই অনুশীলন আর কিছুটা মেধার সমন্বয় ঘটাতে হয়েছি।

আপনিও অবশ্য নিজস্ব সৃজনশীলতায় ও সৃষ্টিশীল উপস্থাপনায় অসামান্য, তাই কিছু বাহবা আপনারও প্রাপ্য বলে মনে করি।

সর্বোপরি ধন্যবাদ মতামত জানানোর জন্য। আপনার সময় ভালো কাটুক এ প্রত্যাশা করি৷ 💐

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56355.98
ETH 2973.83
USDT 1.00
SBD 2.14