লেভেল ২ হতে আমার অর্জন by @neelamsamanta

in আমার বাংলা ব্লগ6 days ago

।। নমস্কার বন্ধুরা।।


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



আশাকরি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার বাংলা ব্লগের সমস্ত সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার লেভেল ২ পরীক্ষার লিখিত প্রশ্ন উত্তর।

1000190972.jpg

লেভেল ১-এ আমি স্টিমিট সম্পর্কে অনেক জ্ঞান লাভ করেছি৷ লেভেল ২ তে এসে যা জেনেছি সে সম্পর্কে আমি সংক্ষেপে একটাই কথা বলব, যারা আমার বাংলা ব্লগে দীর্ঘ মেয়াদি কাজ করতে চায় তাদের জন্য লেভেল ২ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ লেভেল ২ তে আমাদের অ্যাকাউন্ট ও তার নানান নিরাপত্তা এবং আয় উপায় জনিত নানান তথ্য শেখান হয়েছে৷ কিং পরস দাদাকে অনেক ধন্যবাদ, উনি অত্যন্ত সহজ ভাবে দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে বিষয়টিকে আমাদের সামনে তুলে ধরেছেন এবং বুঝিয়ে দিয়েছেন৷

চলে যাচ্ছি প্রশ্নের উত্তরে-



Posting key - এর কাজ কি?

পোস্টিং কী- নামেই বোঝা যায় এর আসলে কি কাজ। পোস্ট সংক্রান্ত সব কাজই এই কী এর সাহায্যে করা যায়৷ অর্থাৎ সমস্ত ধরনের সোশাল অ্যাক্টিভিটি এই পোস্টিং কী-এর সাহায্যে করা যায়৷ যেমন কোন কন্টেন্ট পোস্ট করা, কোথাও কমেন্ট করা, বা আপ ভোট করা, ডাউনভোট করা, রিস্টিম করা, এছাড়াও কাউকে ফলো করা, কাউকে মিউট করা ইত্যাদি এই সমস্ত সোশ্যালকাজ পোস্টিং কীর সাহায্যে করা যায়৷



Active key-র কাজ কি?

আমার বাংলা ব্লগে কাজ করার জন্য যে সমস্ত আর্থিক লেনদেনের প্রয়োজনীয়তা হয় সেগুলি সম্পন্ন করার জন্য এক্টিভ কি আমাদের সাহায্য করে। তাই বলা যায় অ্যাক্টিভ কী অত্যন্ত সেনসিটিভ কী। আর্থিক লেনদেন বলতে একটু স্বচ্ছ যা বুঝি, আমার ওয়ালেট থেকে লিকুইড স্টিম বা SBD ট্রান্সফার করা, SP অর্থাৎ স্টিম পাওয়ার আপ এবং ডাউন করা, ডেলিগেশনের কাজ করা, মানে কাউকে ডেলিগেট করা বা ডেলিগেশন বাড়ানো, কমানো ইত্যাদি যাবতীয় কাজ। এছাড়াও এক্টিভ কী'র সাহায্যে আমরা উইটনেস ভোট দিতে পারি, প্রোফাইলের কোন তথ্য পরিবর্তন করতে পারি, নতুন ব্যবহারকারীও তৈরি করতে পারি।



Owner key-এর কাজ কি?

উনার অর্থাৎ মালিকানা। এই কী মালিকানা সংক্রান্ত কী। ব্লকচেইনে নিজের মালিকানা প্রমাণ করার জন্য ওনার কি এর প্রয়োজন। এই কি অন্য কেউ চুরি করে নিলে খুব সহজেই আমার প্রোফাইলটি তার নিজের বলে চালিয়ে দিতে পারবে। এছাড়াও ওনার কি সাহায্যে আমরা ওনার এক্টিভ এবং পোস্টিং কি রিসেট করতে পারি, ভোট দেওয়ার অধিকার প্রত্যাখ্যান করতে পারি, নিজেদের অ্যাকাউন্ট রিকভার করতে পারি।



Memo key-এর কাজ কি?

যখন কোন মেসেজ ব্যক্তিগতভাবে অর্থাৎ প্রাইভেটলি পাঠাতে চাই বা পেতে চাই তখন আমাদের মেমো কী-এর প্রয়োজন হয়। তাই খুব সহজ করে বললে বলা যায়, মেমো কী-র সাহায্যে আমরা কোন এনক্রিপ্ট মেসেজ পাঠাতে পারি এবং সেই মেসেজটি ডিক্রিপ্ট করে দেখতেও পারি।



Master password -এর কাজ কি?

মাস্টার পাসওয়ার্ড কিন্তু কোন কী নয়। এটি একটি পাসওয়ার্ড। পোস্টিং, এক্টিভ, ওনার, মেমো এই চারটি কী'র সমস্ত কাজই মাস্টার পাসওয়ার্ড দিয়ে সম্ভব। বলা যায় এটি মাথা বা দাবার বোর্ডের রানী। আমার অ্যাকাউন্ট কখনো যদি রিকভার করার প্রয়োজন হয় তখন মাস্টার পাসওয়ার্ড এর প্রয়োজনীয়তা অত্যাবশ্যক। যেহেতু সমস্ত কী-র কাজ এই পাসওয়ার্ড দিয়ে হয়ে যায় তাই এই পাসওয়ার্ডটি সেনসিটিভ পাসওয়ার্ড।



Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

মাস্টার পাসওয়ার্ড অত্যন্ত সেনসিটিভ হওয়ার কারণে এটি সংরক্ষণের জন্য আমাদের অত্যন্ত যত্নশীল হওয়া প্রয়োজন। আমার মাস্টার পাসওয়ার্ড সংরক্ষণের প্ল্যান নিচে বিস্তারিত বলছি।

  • যখন আমরা স্টিমিটার আইডি খুলেছিলাম তখন জি-মেইল দিয়ে খুলেছি। সেই সময় আমরা চারটে কী এবং মাস্টার পাসওয়ার্ডের একটি পিডিএফ পেয়েছিলাম, সেই pdf টি ডাউনলোড করে আমি বিশ্বস্ত জায়গা থেকে প্রিন্ট আউট নিয়ে একটি ফাইলে গুছিয়ে রেখেছি।
  • আমার জি-মেইল অ্যাকাউন্টটি যেহেতু টু স্টেপ ভেরিফিকেশন করা রয়েছে এবং অন্য যেকোনো নতুন ডিভাইস থেকে খোলার জন্য আমাকে ওটিপি চাওয়া হয় তাই এটি সুরক্ষিত। এর কারণে আমি ওই পিডিএফ ফাইলটি গুগল ড্রাইভে সেভ করে রেখেছি।
  • এছাড়াও pdf এর একটি কপি ব্যক্তিগত পেনড্রাইভে এনক্রিপ্ট করে সেভ করা আছে।
  • আরেকটি উপায় ফলো করা যেতেই পারে যার কথা আমি ভেবেছি, সেটি হলো ব্যক্তিগত ডায়েরিতে হাতে কলমে লিখে রাখা।


  • পাওয়ার আপ কেন জরুরি?

    স্টিমিটে বা আমার বাংলা ব্লগে যারা দীর্ঘমেয়াদি কাজ করতে চান তাদের জন্য পাওয়ার আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার আপ অর্থাৎ নিজের স্টিম পাওয়ার কে বাড়িয়ে রাখা। এর ফলে নিজের একাউন্টের ক্ষমতা বৃদ্ধি হয়। যা ভবিষ্যতে শক্তিশালী ভোট প্রদান করতে সাহায্য করে এছাড়াও ডেলিগেশন করতে সাহায্য করে। ফলে দুই পক্ষই পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে উপকৃত হয়। স্টিম পাওয়ার অনেকটা ফিক্স ডিপোজিট এর মত। একাউন্টে লিকুইড স্টিম যা থাকে তা কোন কারনে হ্যাক হয়ে গেলেও স্টিম পাওয়ার কখনোই হ্যাক করা যায় না।



    পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

    পাওয়ার আপ করার জন্য অ্যাক্টিভ কী-র সাহায্যে আমার নিজস্ব ওয়ালেটটি খুলবো, সেখানে টিম ব্যালেন্সের পাশে ড্রপ টাউন মেনুতে ক্লিক করব। এরপর কিছু অংশ দেখা যাবে যেখানে পাওয়ার অফ বলে একটি বটন রয়েছে। সেখানে ক্লিক করার পর আমি ঠিক কতটা পরিমাণ স্টিম পাওয়ার আপ করব এই এমাউন্টে লিখে নিচে পাওয়ার আপ-এ ক্লিক করলেই পাওয়ার আপ হয়ে যাবে।



    সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

    সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার তিন দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।



    মেমো ফিল্ড এর কাজ কি?

    ফিল্ড অর্থাৎ মাঠ কিংবা জমি। আমরা জানি মেমো কী এর সাহায্যে আমরা কোন ম্যাসেজ এনক্রিপ্ট করে পাঠাতে পারি আবার ডিক্রিপ্ট করে দেখতেও পারি৷ এই ম্যাসেজ লেখার জন্য কিংবা দেখার জন্য আমাদের জায়গার দরকার। সেই জায়গাটিই হল মেমো ফিল্ড। তাই বলা যায় মেমো ফিল্ড আমাদের এনক্রিপ্টেড ম্যাসেজকে পড়তে বা লিখতে জায়গা/জমি দেয়৷



    ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

    ডেলিগেশন ক্যানসেল করার পাঁচ দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।



    ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

    ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আমাকে বর্ধিষ্ণু SP র পুরো পরিমান অর্থাৎ ৩০০ SP লিখতে হবে।


    লেভেল ২- এর ক্লাস করে এবং লেকচার শিট পড়ে ও ভিডিও দেখে যা জ্ঞান অর্জন করেছি তার ওপর নির্ভর করেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো লেখার চেষ্টা করেছি ৷ কেমন হল কতটা কি হল তা বিষয়ে আমার পরীক্ষই ভালো বলতে পারবেন৷



    ~লেখক পরিচিতি~

    1000162998.jpg

    আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। তবে বর্তমানে বেশ কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ বর্তমানে ভারতবর্ষের পুনে তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



    কমিউনিটি : আমার বাংলা ব্লগ

    আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

    🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


    Sort:  
     6 days ago 

    বাহ দেখতে দেখতে লেভেল টু পরীক্ষা দিয়ে দিলেন আপু দেখে ভালো লাগলো। এই প্লাটফর্মে কাজ করলে অনেক ভালো লাগবে আপু আপনাদের। কারণ আপনাদের ভিতরে যে সুন্দর ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে সেগুলো এখানে ভালোভাবে সবার সাথে শেয়ার করতে পারবেন। আমরাও ভালো মনের একজন আপু আর কবি পেয়েছি। এত সুন্দর কবিতা এত সুন্দর আবৃত্তি সব কিছু সেরা। আপনি ভালো পরীক্ষা দিলেন।

     5 days ago 

    আমি চেষ্টা করেছি মাত্র৷ আপনার ভালো লেগেছে শুনে খুবই আনন্দ হচ্ছে৷ এটাও ঠিক দেখতে দেখতে লেভেল টু পরীক্ষা দিলাম। আশা করব এভাবেই বাকি লেভেলগুলোও সুন্দর ভাবে দিতে পার। আপনি আমার জন্য প্রার্থনা করবেন৷ আর নিজেও খুব ভালো থাকবেন৷

     6 days ago 

    লেভেল দুই হতে আপনি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছেন বিশেষ করে সিকিউরিটি সম্পর্কে দারুন জেনেছেন।আর স্টিমে এটাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ শেয়ার করার জন্য।

     5 days ago 

    হ্যাঁ। ক্লাস ও লেকচারশিট পড়ে যা জেনেছি সেটাই এখানে ব্যক্ত করেছি। আপনাকে অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করলেন৷

     6 days ago 

    আপনার লেভেল দুই অর্জন করতে দেখে ভালো লাগলো। খুব সুন্দর পরীক্ষা দিয়েছেন আপনি। আশা করব এভাবে আপনি প্রতিনিয়ত ভালোভাবে ক্লাস করে পরীক্ষা দিয়ে পাস করে আসবেন এবং ভেরিফাইড হয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

     5 days ago 

    আপনাকে অনেক ধন্যবাদ, আপনার শুভকামনা আমার স্টিমিটের পথ অনেক সহজ করে দেবে আশা করি। ভালো থাকবেন।।

     5 days ago 

    মেমো ফিল্ড এর উত্তরটা পড়ে বেশ মজা পেয়েছি।

     5 days ago 

    হে হে৷ যেমন করে বুঝেছি তেমনিই লিখলাম।

    Coin Marketplace

    STEEM 0.20
    TRX 0.12
    JST 0.029
    BTC 60946.76
    ETH 3395.14
    USDT 1.00
    SBD 2.57