বন্দিশ ব্যান্ডিটস সিজিন-২ রিভিউ| পর্ব-১

in আমার বাংলা ব্লগ5 days ago (edited)

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,



কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা বেশ ভালোই আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করি শুরু করছি আজকের ব্লগ।

InShot_20241214_233033893.jpg

ইউটিউব স্ক্রিনশট


🎬 সিরিজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য 🎬


মুভির নামবন্দিশ ব্যান্ডিটস সিজিন-২
প্লার্টফর্মঅ্যামাজন প্রাইম
পরিচালকের নামআনন্দ তিওয়ারি
কলাকুশলীঋত্বিক ভৌমিক, শ্রেয়া চৌধুরী,শিবা চড্ডা, অতুল কুলকার্নি,রাজেশ তিলাং, কুনাল রয় কাপুর, দিভিয়া দত্তা, ইত্যাদি
মুক্তির তারিখ২৩শে ডিসেম্বর ২০২৪
ভাষাহিন্দি
সময়৫৪ মিনিট
এপিসোডের নামপন্ডিতজি
কান্ট্রি অফ অরিজিনভারতবর্ষ
থিমশাস্ত্রীয় সঙ্গীতের একটি ঘরানা বাঁচানো ও বিশ্ব দরবারে যুগোপযোগী করে প্রকাশ সাথে প্রেম, ইগো, প্রতিযোগিতা ও নানান মানসিক টানাপোড়েন
ধারারোমান্স, ড্রামা, সঙ্গীত


🎬 মূল কাহিনী 🎬


InShot_20241214_233121018.jpg

টিভির ছবি

যেহেতু সিজন ২ তাই শুরুটাই হয়েছে অনেকটা প্রথম সিজনের গল্পগুলোর সারসংক্ষেপ দিয়ে। সেখানে দেখানো হয়েছে প্রথম সিজিনে কি কি ঘটেছিল।

এই সিজিনে পন্ডিত রাধে মোহন রাঠোর অর্থাৎ যোধপুরের রাঠোর ঘরানার শ্রষ্ঠা বিখ্যাত পন্ডিতজি মারা গেছেন, তাঁর সৎকার দৃশ্যও দেখানো হয়েছে।

InShot_20241214_233104341.jpg

টিভির ছবি

যেহেতু বিখ্যাত মানুষ তার সম্পর্কে অনেকেরই জানার চেষ্টা বা তিনি অনেকেরই বিষয়বস্তু। একটি লেখক পন্ডিতজি কে নিয়ে একটি বই লিখেছেন এবং সেই বইয়ের প্রকাশ অনুষ্ঠানে রাঠোর বাড়ির সবাই গেছেন। কিন্তু প্রকাশ অনুষ্ঠানের সময় অন্যান্য সাংবাদিকদের কিছু তিক্ত মন্তব্য যা পণ্ডিতজিকে অসম্মানিত করে, সেরকম কটুক্তি শুনে বাড়ির লোকজন ধৈর্য ধরে থাকতে না পেরে ফিরে আসেন এবং আইনি পদ্ধতিতে লেখকের বিরুদ্ধে অভিযোগ দায় করতে উঠে পড়ে লাগেন।

আসলে পন্ডিতজি হলেন ওনার বাড়ির বা যোধপুরের সংগীতের ঈশ্বর-সম। তাই ওনার সম্পর্কে কোন কটুক্তি তার বাড়ির লোকজন শুনতে পারবে না বা হজম করতে পারবে না এটাই স্বাভাবিক।

InShot_20241214_235453703.jpg

টিভির ছবি

এদিকে গতবারের সিজিনে প্রথম স্থান অধিকারী পন্ডিতজির নাতি রাধে টিকিয়ে রেখেছেন রাঠোর ঘরানা, তার কিছু ছাত্রছাত্রীও হয়েছে৷ পন্ডিতজির প্রথম বিবাহের একমাত্র সন্তান দিগ্বিজয় যার সাথে বিশেষ কারণ হেতু পন্ডিতজি সম্পর্ক বজায় রাখতে চাননি(প্রথম সিজিনে দেখানো হয়েছে) তিনি সমস্ত তিক্ততা ভুলে নতুন করে এনাদের সাথে জুড়ে যেতে চাইছে। এবং রাঠোর ঘটনার নানান বন্দিশগুলো রাগ সমেত বাঁচিয়ে রাখার চেষ্টায় কার্পণ্য করছেন না।

উত্তরাধিকার ও সঠিক চর্চা ছাড়া কোন সৃষ্টিই টিকিয়ে রাখা সম্ভব না৷ শাস্ত্রীয় সংগীত যেহেতু সঙ্গীতের শেকড় এবং গায়কির নানান নিয়মকানুনের মধ্যে সীমাবদ্ধ তাই মর্ডান সোসাইটি তাকে নিতে চায় না৷ তারা পপ, জ্যাজ এই সবের দিকে ঝুঁকছে। কিন্তু ঘরানা টিকিয়ে রাখতে সবাই চায়। কূলকিনারাহীন হয়ে যখন রাঠোর পরিবার কি করবে ভেবে পাচ্ছে না, তখন দূত হয়ে আসে সেই হাসি মজায় সিরিয়াস কাজ করা ছেলেটি যার ভাষা কানে চাপা দিয়ে শুনতে হয়, মুম্বাই সঙ্গীত জগতের কো-অর্ডিনেটর অর্ঘ। রাধের সাথে ভালো বন্ধুত্বের সুবাদে অর্ঘ রাধেকে বলে সে যেন রেজ অ্যান্ড রাগা জয়েন করে প্রধান গায়ক হিসেবে৷ আর মুম্বাইতে থেকে।ওদের সাথে গান করে রাঠোর ঘরানাকে এগিয়ে নিয়ে যায়। এক্ষেত্রে রাধেও একটি ভালো প্লার্টফর্ম পায় আর রেজ অ্যান্ড রাগার তাদের প্রধান গায়ক হিসেবে ধারালো কন্ঠস্বর পায়।

InShot_20241214_235516757.jpg

টিভির ছবি

এই সবকিছুর মাঝে যোধপুর প্যালেসের রাজা দিগ্বিজয় রাঠোরকে ডেকে রাজবাড়ীর পরম্পরা অনুযায়ী সংগীত সম্রাট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত করার জন্য বলেন, কিন্তু দিগ্বিজয় এবার আর রাধের বিরুদ্ধে গান গাইতে চান না কারণ দুজনেই যেহেতু পণ্ডিতজির আপন মানুষ তাই শোক জ্ঞাপন হেতু এই লড়াই করতে চান না৷ তখন সম্রাট বলেন পন্ডিতজির যেহেতু সংগীত সম্রাট সমারহুর সাথে অনেক দিনের সম্পর্ক এবং দীর্ঘদিনের সঙ্গীত সম্রাট তিনি তার তাঁর স্মৃতিতে একটি সঙ্গীত সমারহো অনুষ্ঠান করতে চান।

InShot_20241214_235355292.jpg

টিভির ছবি

এ গেলো যোধপুরের গল্প। রাধেকে জুড়ে থাকা ঘটনাপ্রবাহ৷ গল্পের নায়িকা? সে কি করছে? সিজিন ওয়ানের শেষে আমরা দেখি গল্পের নায়িকা সত্যি সত্যি গান ভালো করে শিখতে চায়, কারণ সে বুঝেছিল মেশিন দিয়ে রেকোর্ডিং করা গায়কগায়িকারা কেউই শিল্পী নন৷ শিল্পীরা নিজের গলাতেই চমৎকার গান করেন। এই জায়গা থেকে নায়িকা তামান্না নায়ক রাধের থেকে অনেকটাই পিছিয়ে৷ কিন্তু এ ইগোর প্রশ্ন৷ তামান্নার না পারাগুলো অনেক বেশি লড়াই এনে দেয়। সে সব কিছু মেনে থাকতে নারাজ তাই গান শিখে রাধের সামনে আসবে কথা দিয়ে সঙ্গীত সম্রাট অনুষ্ঠান ছেড়ে চলে গিয়েছিল৷

InShot_20241214_235411565.jpg

টিভির ছবি

এই সিজনের প্রথম এপিসোডেই দেখছি, তামান্না হিমাচল প্রদেশের একটি মিউজিক স্কুলে ভর্তি হয়েছে৷ সেখানে খুব একটা বন্ধুবান্ধব হয়নি। এদিকে তামান্নার পুরনো বিপুল জনপ্রিয়তার কারণে কলেজে অনেকেই তাকে হিংসে করে৷ তামান্নার সবার সাথে মিলেমিশে থাকার অভ্যেস নেই৷ এখানে তার সমস্যা হলেও সে মানিয়ে চলছে৷

তাদের মিউজিক টিচার সবাইকে গান শেখান। ক্লাসে বলে দেন কাকে কোথায় নজর দিতে হবে৷ ইতিমধ্যে বিরাট রিয়েলিটি শো ইন্ডিয়া ব্যান্ড চাম্পিয়নশিপের বিজ্ঞাপন দেখা যায় এবং মিউজক স্কুলের শিক্ষিকা নন্দিনি দায়িত্ব পান ব্যান্ড তৈরি এবং তাকে পরিচালনা করার। তাই তিনি অডিশন নেন৷ যেখানে তামান্নার জনপ্রিয়তার কারণে স্কুলের ম্যানেজমেন্ট তাকে রেকোমেন্ডেশন দেয় আর সিঙ্গিং কোয়ালিটির দিক থেকে সোমিয়া বলে আরেকটি মেয়েকে নন্দিনীর পছন্দ হয়৷ তিনি ডুয়েট গাইয়ে তা প্রমাণও করেন যে তামান্নার থেকে সোমিয়া অনেক ভালো গায়িকা।

InShot_20241214_235429347.jpg

টিভির ছবি

কিন্তু ম্যানেজমেন্টের চাপ। তাই তামান্না তার ম্যামকে বুদ্ধি দেয় যে তাকে ব্যাক সিঙ্গার হিসেবে চান্স দিতে আর লিড সিঙ্গার হিসেবে সোমিয়া থাকবে। ব্যান্ডের বাকি সদস্যরাও ঠিক হল।

প্রথম এপিসোডে আমরা এই টুকুই দেখি৷ পরবর্তী এপিসোড নিয়ে পরে আলোচনা করব৷ সিজিন ওয়ানটা অসাধারণ হয়েছিল। তখন প্রায় তিন চারবার দেখেছি৷ তার সিজিন টু আসতেই সাথে সাথে দেখলাম।

🎬 আমার মতামত 🎬


সিজিন ২ এর প্রথম এপিসোড হিসেবে একবারে ঠিক ঠাক স্টোরি এগিয়েছে। এখনও পর্যন্ত সেই ভাবে বিশেষ কোন গান পাইনি কেবল মাত্র তামান্নার অডিশন গান ছাড়া। তবে আশা করছি খুব ভালো ভালো গান পাবো, ফিউশন পাবো। কারণ প্রথম এপিসোড এই কারণগুলোতেই বিখ্যাত হয়েছিল৷

এখনও পর্যন্ত খুব একটা লুপহোলস কিছু পাইনি। গল্পে ভালোই গতি রয়েছে। দেখা যায় পরের এপিসোডে কি হয়৷

এই এপিসোডের বিশেষ ভালো লাগার জায়গা হল তামান্নার ভালো গায়িকা হওয়ার প্রচেষ্টার কারণে নাম যশ ত্যাগ করে মিউজিক স্কুল জয়েন করার ঘটনাটি। আসলে যে কোন কিছুতে ভালো হওয়ার জন্য অধ্যাবসায় দরকার। আর অধ্যাবসায় হল সাধনা। যা তামান্নার ছিল না। রাধেকে দেখে সে শিখেছে। দীর্ঘদিন তাদের মধ্যে যোগাযোগ নেই ঠিকই কিন্তু এই শিক্ষা তামান্নাকে ভালো গায়িকায় রূপান্তরিত করবে এমনিটাই প্রত্যাশা করছি।

আপনাদের সুবিধার্থে আমি ট্রেলারের ইউটিউব লিংক শেয়ার করছি৷

বন্ধুরা আবার আগামীকাল আসব অন্য কোন পোস্ট নিয়ে, আপাতত এখানেই বিদায় নিচ্ছি।

টাটা।

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণমুভি রিভিউ
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমস্যামসাং এফ৫৪
লোকেশনপুণে,মহারাষ্ট্র
ব্যবহৃত অ্যাপইনশট


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

file-zRxFXiC7QH38U7F8KN0bisD2_1.webp

Untitled_design-1.png

1000205505.png

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101120.17
ETH 3683.12
USDT 1.00
SBD 3.16