নতুন বছরের শুভেচ্ছা বার্তা

in আমার বাংলা ব্লগ6 days ago

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


InShot_20250101_120110208.jpg








আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



বাঙালি হিসেবে যদিও আমাদের নববর্ষ ভাই বৈশাখ মাসের প্রথম দিন কিন্তু ইংরেজি নববর্ষকে আমরা কোনভাবেই অবহেলা করি না। সেই দিক থেকে বলতে গেলে আমরা সবাইকে সম্মান জানিয়ে চলি।

গতকাল বছরে শেষ দিন হিসেবে অনেক জায়গায় অনেক হুল্লোড় হয়েছে। আমিও প্রায় প্রতিবছরে কিছু না কিছু করি কিন্তু এ বছর যেহেতু ট্রেনে রয়েছি, কেরালা থেকে বাড়ি ফিরছি তাই আমার যেন কোনভাবেই মনে হচ্ছে না একটা বছর শেষ এবং আরেকটা বছর শুরু। নতুন করে মনে হওয়ার মত কিছু নেই কারণ প্রতিটা দিনই তো নতুন । তবুও একটা তারিখ শেষ মানে পৃথিবী আরো একবার সূর্যের চারপাশে ঘুরে চলে এলো। এইটুকুকেই উদযাপন হে তো নতুন বছরের শুরু বলে মেনে নিলাম।

ছোটবেলায় বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য অনেক গ্রিটিংস কার্ড বানাতাম। এবং সেখানে নানান ধরনের শুভেচ্ছা বার্তা লিখে তাদের দিতাম। বড় হওয়ার পর একরকম অনুভূতি ছিল আবার আরো বড় হওয়ার পর মনে হয় রোজ দিনই তো নতুন। তবুও নিউ ইয়ার। নতুন বছর নতুন দিন নতুন চিন্তা ভাবনা এবং নতুন লক্ষ্যে এগিয়ে যাওয়া।

আমার প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাইকে জানাই এই নতুন শুভারম্ভের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আপনাদের প্রত্যেকেরই প্রতিটা দিন আলোকিত হোক এই কামনা করি। যে সমস্ত নতুন লক্ষ্য আপনারা নিজেদের জন্য তৈরি করেছেন সেই লক্ষ্য যেন সহজ সরল পথে সুন্দর ভাবে ভেদ করতে পারেন তার জন্য আগাম শুভকামনা রইল।

আমাদের বর্তমান সময়ে আসলেই কারো জন্য খুব একটা ভালো না। তাই নিজেদের জীবনে নিজেদের জন্য নানান উন্নতির পথ তৈরি করার পাশাপাশি মানুষের জন্য যেন আমরা সামান্য হলেও ভাবি। আমি আপনি সেই তাহারা আমরা প্রত্যেকেই যদি কম করেও দুজন মানুষের কথা ভাবি আমাদের পরিবারের বাইরে গিয়ে তাহলেও সমাজ সংসারের নতুন রূপ দেখতে পাবো।

বিগত বছরে কি পেয়েছি কি হারিয়েছি সেই হিসেব করার আগে আমার বিপরীতে দাঁড়িয়ে থাকা প্রতিটি মুখকে ধন্যবাদ জানাই। কারণ যারা আসলেই ক্ষতিকারক হয় বা বিরুদ্ধাচরণকারী হয় তাদের জন্য আমি নিজেকে ভেঙে নতুন আমি তৈরি করতে পারি। অর্থাৎ ভাঙাগড়ার জীবনে গড়ে দেওয়ার মানুষের থেকে ভাঙার মানুষের গুরুত্ব বেশিই। হয়তো আঘাত পাই কিন্তু মজবুত হতে শিখি৷

গতবছরে সব থেকে বড় পাওনা হলো এই আমার বাংলা ব্লগ এবং আপনাদের মত চমৎকার একটি পরিবার। এই পরিবারেও এই এক বছরে অনেক উঠানামা দেখলাম। অনেক চেনা মুখ চলে গেল আবার নতুন মুখ এল। পুসের মতো চমৎকার কয়েন লঞ্চ হয়েছে। সব মিলিয়ে ভালো-মন্দ পাশাপাশি ভালোর দিকের পাল্লাই যেন ভারী। আপনারা কি বলেন?

যাইহোক বন্ধুরা ভালো থাকুন সবাই আর সুস্থ থাকুন এই কামনা করি আজকের শুভক্ষণে।



ভোর হলেই আরও একটা ভোর
পায়ের ওপর লুটিয়ে থাকা পা

আপনারা সে সব কিছুই জানেন

সারারাত বারবিকিউর গন্ধ মাড়িয়ে একটি পাখি উড়ে গেলে
কিংবা ট্রেন চলে গেলে
কোথাও কোথাও বাতাস তিরতির করে কাঁপবে

এ আর নতুন কি

আপনারা সবই জানেন

অথচ সিঁড়ির বদলে মই তৈরির সময়
যা কিছু মানিয়ে নিতে হয় তা আজও জীবনের অংশ
তা আজও নতুন শুভারম্ভ
যেখানে প্রতিটা শুভ শুভ্র হয়ে থাকে মোমবাতির আলোয়

আপনারা জানেন সে কথা

নাকি দু' ছত্র শুভেচ্ছাবার্তায় জীবন আজও ভেসে যায়
মহাসাগরীয় ঢেউয়ের উদ্দেশ্যে?



লিখে ফেললাম দু' লাইন।

ভালো থাকুন বন্ধুরা...

ছবিটা পুরনো। বিশেষ দিনে আপনাদের জন্য দিলাম। পেটপুজো করুন আজকের আলোময় দিনে।

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণজেনারেল রাইটিং
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমস্যামসাং এফ৫৪
লোকেশনপুণে,মহারাষ্ট্র
ব্যবহৃত অ্যাপইনশট


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYhVhKYWdgqjEUog6G3bixoWPm18sHpK2cYM2ZVvPGhfD3y2drhoiZpRn9jYf7Z42TDFupzcfqZm6qFKTu85SN.jpeg

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkRFFNguVDY24steE8ZGm3sBJJQ86gMz7oy5Tm7VFyy1dHyo5eFyBiNdPfY3PxjaFY9pENbB8yBJErmeVZPc2.jpeg

1000205505.png

Sort:  
 6 days ago 

1000366691.jpg

1000366692.jpg

1000366756.jpg

1000366757.jpg

 6 days ago 

ভাঙাগড়ার জীবনে গড়ে দেওয়ার মানুষের থেকে ভাঙার মানুষের গুরুত্ব বেশিই। হয়তো আঘাত পাই কিন্তু মজবুত হতে শিখি৷

আমার কাছে বেশ দারুন লেগেছে আপনার লেখা এই কথা গুলো। আপনি বেশ দারুন করে নতুন বছর নিয়ে আমাদের মাঝে দারুন কিছু কথা শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 5 days ago 

নতুন বছরের সবকিছুই আমরা পজিটিভ ভাবে দেখব এই সংকল্প করি। আসলে আপু আমি ভীষণ পজিটিভ মানুষ সমস্ত নেগেটিভ পরিস্থিতিতেও খুঁজে খুঁজে ঠিক একটা পজেটিভ দিক বার করি। ভালো থাকবেন আপু।

 6 days ago 

নতুন বছরের শুভেচ্ছা জানাই আপু। আগামী দিনগুলো ভালো কাটুক এই কামনা করি। আপনি আমাদেরকে কবিতার লাইনের মাধ্যমে খুব সুন্দর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আপনার লেখাগুলো পড়তে সব সময় খুব ভালো লাগে। আজকেও দারুন লিখেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

আপনি কিন্তু নিয়মিত আমার লেখাগুলো পড়েন। যা আমার সত্যিই খুব ভালো লাগে। আপনিও ভালো থাকবেন আর আমার আন্তরিক ভালবাসা নেবেন নতুন বছরে।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.27
JST 0.045
BTC 102228.51
ETH 3688.34
SBD 2.80