2025 সংখ্যাকে কেন্দ্র করে ফিউশন ম্যান্ডেলা আর্ট। ভিন্ন উপায়ে নতুন বছরের প্রথম আঁকা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,
সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।
বেশ কিছুদিন বাইরে থাকার ফলে নতুন কিছু আঁকতে পারিনি। নতুন বছর এসে গেল অথচ কিছু কোন কার্ড বা আর্ট পোস্ট করিনি। এক একবছর এক একরকম কাটে আমার এই দিন টা৷ তবে খুব একটা উৎসাহ কোনদিনই ছিল না৷ কারণ দিন আসে দিন চলে যায়। কিছুই ধরে রাখা যায় না তাই আলাদা করে হইহুল্লোড় করে উদযাপন করার তাগিদ থাকে না৷
যাইহোক আমার উদাসীনতা বা সাধারণ যাপন আমি বেশ উপভোগ করি। আপনারাও সেইটেই উপভোগ করবেন যা আপনারা করতে ভালোবাসেন। জীবন একটাই। অন্যের ক্ষতি না করে যেভাবে নিজে ভালো থাকা যায় সেটাই আসলে বাঁচার পথ।
বেড়িয়ে আসার পরে বাড়িতে অনেক কাজ থাকে। সব থেকে কষ্টকর হল ধুলোভরা ঘর পরিষ্কার করে বাসযোগ্য করে তোলা। তাই সারাদিন যে খুব একটা সময় পেয়েছি তা নয়৷ মেয়ের স্কুলের অনেকগুলো প্রোজেক্ট। কালই জমা দিতে হত। ছুটিতে বাড়ি না থাকার ফলে এক দিনে করার চাপ পড়ে গেছে৷ সেই সবও করলাম। তারপর ভাবলাম নিজের জন্যও কিছু এঁকে নিই। আজ একটু অন্যরকম ভাবে ছবিটি এঁকেছি। দেখুন তো কেমন লাগে।
শুরুতেই চলুন দেখে নেই কি কি লেগেছে।
- ডমসের কালার পেন
- কালো জেল পেন
- কম্পাস
- পেন্সিল
- স্কেচবুক
- পলিথিন
- জল
- তুলি
আসুন ধাপে ধাপে দেখে নিই কিভাবে এঁকেছি।
🌷ধাপ-১🌷
প্রথমে স্কেচবুকের উপর পেন্সিল ও কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে নিলাম।
এবার 2025 লিখলাম বৃত্তের ওপরের অংশে৷
🌷ধাপ-২🌷
এবার পলিথিনের ওপর ইচ্ছে মতো কালার পেন নিয়ে রঙ করলাম খানিকটা হোলি প্রিন্টের মতো। যেখানে খুশি যেমন খুশি।
এবার রংটিকে তরল করার জন্য হাতে করে সামান্য জলের ছিঁটে মেরে দিয়েছি।
পলিথিনটাকে উলটে স্কেচবুকের ওপর চেপে ধরলাম।
হাত দিয়ে চারপাশটা চেপে দিয়েছি যাতে করে পুরো রংটা লেগে যায়৷ তারপর পলিথিনটা তুলে নিলাম। এবং দেখলাম কোথাও কোথাও রঙ লাগেনি। তাই তুলি ও জল দিয়ে সামান্য স্প্রেড করে দিয়েছি।
🌷ধাপ-৩🌷
রংটা বেশ কিছুক্ষণ শুকনো হাতে দিলাম।
কালোজেল পেন দিয়ে 2025 লেখাটি উজ্জল করলাম। কিন্তু খুব একটা যে সুন্দরভাবে বোঝা যাচ্ছে তা কিন্তু নয়। তবে কাজ চলার মত স্পষ্ট দেখাচ্ছে।
🌷ধাপ-৪🌷
এবার কম্পাস দিয়ে ম্যান্ডেলা আর্ট বানানোর জন্য বেশ কয়েকটি বৃত্ত এঁকে নিলাম।
প্রথমেই ভেতরের যে ছোট্ট বৃত্তটি রয়েছে সেখানে একটু ডিজাইন করলাম।
বড় বৃত্তগুলোতে কি করব ভাবতে ভাবতে দেখলাম আমি খুব একটা ফ্রি হ্যান্ড কলকা আঁকায় সাহস পাচ্ছি না। কারণ ম্যান্ডেলা আর্টের প্রতিটি কলকা যদি একই মাপের না হয় তাহলে কিন্তু দেখতে একেবারেই ভালো লাগেনা। তাই আমার যে পূর্ণ বৃত্ত প্রটেক্টর টি রয়েছে সেটা দিয়ে সমান মাপ করে পয়েন্ট বানিয়ে নিলাম।
এবার ভেতরের মাঝের যে বিন্দুটি রয়েছে সেখান থেকে বাইরের বিন্দুগুলোকে জুড়ে লম্বা লম্বা লাইন টেনে নিলাম। ম্যান্ডেলা আকার জন্য এটি কিন্তু সঠিক এবং উল্লিখিত পদ্ধতি। যে সময় ম্যান্ডেলা আর্ট বানানো হতো এই পদ্ধতি মেনেই বানানো হতো।
🌷ধাপ-৫🌷
প্রতিটা স্তরে এক একটি মাপের খোপ তৈরি হয়েছে। আর প্রতিটি খোপে আমি নিজের মতো করে কলকা একে নিচ্ছি।
এক একটি করে ধাপ শেষ করছি এবং আরেকটি ধাপে পৌঁছে যাচ্ছি।
এভাবেই প্রায় পুরো বৃত্তটাই শেষ করে ফেললাম।
সেই রেখা থেকে বাইরের দিকে কিছু ফুল ও পাতার ডিজাইন একে নিলাম। যা ম্যান্ডেলা আর থেকে একটু অন্যরকম লোক দিল। নিচের দিকটাতে ডট ডট করে টেনে একটা ডিজাইন করলাম যেন মনে হচ্ছে কিছু একটা ঝুলছে।
রং বিহীন ভাবে পড়ে রইলো 2025 লেখাটি।
🌷ধাপ-৬🌷
- কালো ব্রাশপেন দিয়ে 2025 লেখাটি পুরোটা রঙ করে নিলাম।
আর এভাবেই শেষ করলাম নতুন বছরের প্রথম আঁকা।
ফাইনালি কেমন হয়েছে তার কয়েকটা ছবি তুলেছি। আসুন দেখাই।
বন্ধুরা, আপনাদের কেমন লাগল আমার আজকের নিবেদন? আমার প্রচেষ্টা কি আপনাদের মনে জায়গা করতে পারল? কি জানি, কমেন্ট করে জানালে অবশ্যই জানব৷ আগেও এরকম মাল্টিকালার প্রিন্টের কাজ করেছি৷ তবে ওয়াটার কালার দিয়ে এবং অন্যি উপায়ে৷ এভাবে প্রথম করলাম। তবে রঙের একটা অ্যাবস্ট্রাক্ট লুক আছে। যেটা আবার আমার নিজেরই খুব ভালো লাগছে দেখতে৷ ভীষণ গ্রেসফুল।
আচ্ছা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আবার আসব আগামীকাল।
টা টা
পোস্টের ধরণ | আর্ট পোস্ট |
---|---|
ছবিওয়ালা | নীলম সামন্ত |
মাধ্যম | আইফোন ১৪ |
লোকেশন | পুণে,মহারাষ্ট্র |
১০% বেনিফিসিয়ারি লাজুক খ্যাঁককে
আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।
বুঝাই যাচেছ যে আপনি একজন ক্রেয়েটিভ মানুষ। তা না হলে এমন দারুন একটি পোস্ট কি করে করলেন। আমার কাছে তো আপনার আজকের তৈরি করা ইলিয়েশন টা বেশ দারুন লেগেছে। এক কথায় অসাধারন। ধন্যবাদ এমন একটি পোস্ট শেযার করার জন্য।
সকলেই বলে আপু আমি নাকি খুব ক্রিয়েটিভ৷ কিন্তু নিজেকে নিজেই বুঝি না৷ তবে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ভালো থাকবেন৷
https://x.com/neelamsama92551/status/1874873004200735125?t=xTd9hsqh9IPr2axLB4CycA&s=19
আপনার এই পোস্ট কিন্তু যথেষ্ট ভিন্নতা দেখাতে সক্ষম হয়েছে। একদিকে যেমন নতুন কে বরণ করে নেওয়ার এক অনন্য অনুভূতি আরেকদিকে মেন্ডেলা আর্ট। সব মিলে বেশ ভালো লাগলো আমার।
নিত্যনতুন আর্ট বানাতে ভালোবাসি৷ সেরকমই কিছু চেষ্টা করেছিলাম। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ জানাই আপু, সুন্দর মন্তব্য করার জন্য।
আরে বাহ্ আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার করা আজকের এই আর্টের দিকে। অনেক বেশি সুন্দর ভাবে আপনি এই আর্ট করেছেন। চোখ ফেরাতে পারছি না আপনার আর্টের দিক থেকে। এরকম আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি আপনি অসাধারণ আর্ট করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।
আপনার থেকে মন্তব্য পেতে ভালো লাগে। বিশেষ করে আর্ট পোস্টে। কারণ আপনি নিজেই তো পারদর্শী৷ ধন্যবাদ আপু৷
পলিথিনের সাহায্যে বেশি নতুনত্ব একটা ড্রইং দেখতে পেলাম। এমন ভাবে ড্রয়িং করার কথা আগে কখনো শুনিনি। দারুন সুন্দরভাবে আঁকলি ছবিটা এবং ২০২৫ সাল কে স্বাগত জানালি। প্রশংসা না করে পারা যায় না।
হ্যাঁ৷ নতুন নতুন বলেই ট্রাই করলাম। পরে দেখলাম বেশ ভালো লাগছে৷
আমার কাছে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করি। আর আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা আর্ট আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে। পুরো আর্টটি এত বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলব। যে কেউ দেখলে জাস্ট সবাই মুগ্ধ হয়ে যাবে।
কী সুন্দর করে বললেন দাদা৷ আপনাকে অনেক ধন্যবাদ জানাই৷ অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্যে৷
চমৎকার একটি আর্ট আজ শেয়ার করেছেন দিদি।আর্টটি দারুন হয়েছে। আপনি নতুন বছরকে কেন্দ্র করে চমৎকার এই আর্টটি শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।
চেষ্টা করলাম আপু। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম৷ ধন্যবাদ জানবেন৷
ঘুরে আসার পর বাড়ি পরিস্কার করা বড্ড ঝামেলার। তবে এরই মাঝে বেশ সুন্দর একটি ম্যান্ডালা আর্ট শেয়ার করেছেন। বেশ লাগছে আপনার আর্টটি।তবে ব্যাকগ্রাইন্ড এ বিভিন্ন রং এর ব্যবহারটি আর্টটিকে আরও সুন্দর করে দিয়েছি। বেশ ভালো লেগেছে আর্টটি আমার কাছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
ব্যস্ততার মধ্যেও চেষ্টা করছি আপু। ব্যাকগ্রাউন্ডটাই মূলত ভিন্ন ধরণের করার চেষ্টা করেছি। ধন্যবাদ নেবেন। সাথে ভালোবাসাও জানালাম।