স্বপ্ন বিলাস রেস্টুরেন্টে কিছু সময় কাটানোর অনুভূতি। (শেষ অংশ)
শুভ রাত্রি...!
আজ ১৮ ই নভেম্বর,
সোমবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম স্বপ্ন বিলাস রেস্টুরেন্টে কিছু সময় কাটানোর অনুভূতি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গত সপ্তাহে আপনাদের মাঝে স্বপ্ন বিলাস রেস্টুরেন্টে ঘুরতে যাওয়ার অনুভুতি শেয়ার করেছিলাম। কিন্তু রেস্টুরেন্ট অনেক ছিল বড়, তার জন্য সম্পূর্ণরূপে পোস্ট শেষ করতে পারেনি। আজকে আপনাদের মাঝে শেষ অংশের কিছু অনুভূতি এবং ফটোগ্রাফি শেয়ার করব। অফিসে কাজের ফাঁকে আমি এবং আমার কলিগ আরিফ ভাইকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টের সম্পূর্ণ এরিয়া ঘুরে বেড়িয়েছিলাম। রেস্টুরেন্টের এর পরিবেশ খুবই ভালো ছিল। কিন্তু সাধারণত রেস্টুরেন্ট গুলোতে সন্ধ্যায় মানুষের আনা গোনা বেশি হয়। সেজন্য সন্ধ্যার পরে রেস্টুরেন্ট গুলোতে বিভিন্ন লাইটিং এবং ডেকোরেশনের জাঁক জমক ফুটে ওঠে। আমরা যেহেতু বিকেলে গিয়েছিলাম তাই তেমন কোন মানুষ দেখতে পাইনি। রেস্টুরেন্টের ডিজাইন ব্যক্তিগত ভাবে আমার কাছে খুব ভালো লাগে।
ছবির অবস্থান :- হাজির বাজার, ময়মনসিংহ, বাংলাদেশ।
স্বপ্ন বিলাস রেস্টুরেন্টে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ছিল। বিশেষ করে একপাশে ফুলের বাগান ও নিচের দিকে সারি বন্ধ কলাগাছের জন্য আলাদা সৌন্দর্য প্রকাশ পেয়েছিল। আমার কাছে মনে হয়েছিল আমি কোনো গ্রামীন পরিবেশে বেড়াতে এসেছি। কিছুটা সামনে অনেকগুলো ফুলগাছ দেখতে পাই, ফুল গাছগুলো এখন পরিপূর্ণ ভাবে বড় হয়ে ওঠেনি। মনে হয়েছে কিছুদিন আগে লাগানো হয়েছে। আমি উপর থেকে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম,তবে মনের মতো ফটোগ্রাফি করতে পারেনি । দু-চোখ যেখানে যায় শুধু সবুজের সমারোহ। নিচে পানি থাকায় আরোও বেশি ভালো লেগেছিল আমার কাছে।
ছবির অবস্থান :- হাজির বাজার, ময়মনসিংহ, বাংলাদেশ।
কিছু দুর সামনে গিয়ে আরো একটি দোতলা বসার বৈঠক দেখতে পাই। উপরে উঠার জন্য চমৎকার কাঠের সিঁড়ি তৈরি করা ছিল। সম্পূর্ণ রেস্টুরেন্টে লতা গাছপালা দেখে যে কেউ মুগ্ধ হবে। বিশেষ করে কাপলদের জন্য সময় কাটানোর সবচাইতে উপযুক্ত জায়গা। রেস্টুরেন্টের পেছনের দিকে বিভিন্ন ফুল গাছের বাগান ছিল, আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু হাতে সময় কম থাকায় আমি এবং আমার কলিগ বেশি সময় রেস্টুরেন্টে থাকতে পারেনি এবং কিছু খেতেও পারি নি। তবে একদিন পরিবারকে নিয়ে আসবো এক সঙ্গে কিছু খাওয়া দাওয়া করতে শুনেছি রেস্টুরেন্টের খাবার গুলো কোয়ালিটি ফুল এবং স্বাস্থ্য সম্মত।
ছবির অবস্থান :- হাজির বাজার, ময়মনসিংহ, বাংলাদেশ।
রেস্টুরেন্টের বিভিন্ন পয়েন্টে আমি এবং আমার কলিগ আরিফ ভাই বেশ কিছু সেলফি নিয়েছিলাম। বিশেষ করে আরিফ ভাই মন থেকে অনেক খুশি হয়েছিল। দুই জন মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। সময় করে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে মন-মানসিকতা খুব ভালো থাকে। সে সঙ্গে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন, আমি আজকে স্বপ্ন বিলাস রেস্টুরেন্টে কিছু সময় কাটানোর অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করেছি। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | ভ্রমণ। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | স্বপ্ন বিলাস রেস্টুরেন্টে কিছু সময় কাটানোর অনুভূতি (শেষ অংশ)। |
লোকেশন | হাজির বাজার, ময়মনসিংহ, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1858561098494173266?t=AFwlmyJ1i91ge6kZGGcNbw&s=19
এই রেস্টুরেন্ট গুলোতে গেলে সত্যি অনেক ভালো লাগে। আর জায়গাটি খুবই সুন্দর মনে হচ্ছে। সবাই মিলে দারুন সময় কাটিয়েছেন ভাইয়া। সুন্দর মুহূর্তগুলো অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন আপনি। দেখে ভালো লাগলো।