ডিয়ার বস নাটক আমার দেখা হয়নি। আমি একজন নাটক প্রিয় মানুষ, তাই সময় পেলে নাটক দেখতে চেষ্টা করি। তবে মুশফিক আর ফারহান এর নাটক আমার বেশি ভাল লাগে। আপনার নাটক রিভিউ পড়ে ভালো ধারণা পেলাম। মানুষের মন নিয়ে খেলা করার বিষয়টি সুন্দর ভাবে ফুঁটে উঠেছে নাটকের সংলাপে।
খুব সুন্দর হয়েছে আপনার মন্তব্যটি৷ অনেক ধন্যবাদ এই মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।