শৈশবের বন্ধুত্ব।
শুভ রাত্রি..🌃
আজ ০৫ ই নবেম্বর,
মঙ্গলবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
বন্ধুত্ব মনে হলো অতি কাছের একজন মানুষ। যে মানুষটি সব সময় বিপদ-আপদে পাশে থাকে। সুখ দুঃখ ভাগ করে নেওয়ার অন্যতম জায়গা এবং নিজের ব্যক্তিগত কথাগুলো শেয়ার করার মাঝে আনন্দ পাওয়া যায়। শৈশবের বন্ধুত্বের মাঝে এক গভীর সম্পর্ক থাকে। লেখাপড়া, দুষ্টুমি ও খেলাধুলা করে দিন পার করে হয়ে যেত। যেখানে যেতাম দল বেধে যেতাম। এখনো মিস করি সেই সোনালী দিনগুলোর কথা। ছিল না রক্তের সম্পর্ক তারপরেও আমাদের মাঝে কত মিল ছিল। সব বন্ধুরা একসঙ্গে মিলে বৃষ্টিতে ভিজে নদীতে গোসল করতে যেতাম। শুধু তাই না পড়ন্ত বিকেলে ক্রিকেট ও ফুটবল খেলার সময় আনন্দ উল্লাস করে বেলা পার করে দিতাম। খেলার ছলে খাওয়া দাওয়ার কথা একদম মনেই থাকতো না। আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম, মনের ইচ্ছা স্বাধীন চলতে চেষ্টা করতাম। সেজন্য মায়ের বাঁকা ও বাবার হাতের পানিশমেন্ট খেতাম।
আমার এখনো মনে পড়ে শৈশবের বন্ধুদের সঙ্গে আম চুরি করার ঘটনা গুলো। সবাই মিলে একসঙ্গে আম চুরি করতে গিয়ে ধরা খেয়ে ছিলাম। আম গাছের মালিক আমাদেরকে রশি দিয়ে বেঁধে রেখেছিল। তারপরও আমরা কেউ কাউকে ছেড়ে কখনো যায়নি। বন্ধুত্বের মধ্যে ছিল গভীর ভালোবাসা, তাই একে অপরের সুখ দুঃখের সাথী ছিলাম। একজনের বিপদ হলে ছুটে চলে যেতাম বন্ধুর কাছে, মন কখন ঘরে বসে থাকতো না। কিন্তু সময়ের ব্যবধানে সবাই একা হয়ে যায়। নিজেদের ক্যারিয়ার ও লেখাপড়ার জন্য আমরা সবাই দূরে চলে আসি। যোগাযোগ না থাকলেও বন্ধুত্ব থাকে আজীবন। কিছু বন্ধুত্ব প্রিয় মানুষদের সম্পর্ক থেকেও বেশি হয়ে থাকে। আপন মানুষের কাছ থেকে যেসব কিছু আশা করা যায় না, কিন্তু একজন ভালো বন্ধু থেকে সবকিছুই পাওয়া যায়। এক কথায় বলতে গেলে রক্তের সম্পর্ক চাইতেও বেশি কিছু পাওয়া যায় একজন ভালো বন্ধু হলে।
এখন কিছু বন্ধু পাওয়া যায় শুধু স্বার্থের জন্য তারা পাশে থাকে। সুখের সঙ্গী তারা হতে চাই কিন্তু দুঃখ ভাগ করে নেওয়ার মনোবল ও সামর্থ্য তাদের নেই। টাকা পয়সা ও অর্থ সম্পদের লোভ কিছু বন্ধুত্ব শত্রুতে পরিণত করে। শৈশব কালে স্বার্থ বিহীন বন্ধুত্ব ও ভালোবাসা ছিল সব সময়। এক বেলা না খেয়ে থাকতাম, কিন্তু বন্ধু ছাড়া চলতে পারতাম না। তাই শৈশবকালে খেলাধুলার সাথী ছিল একমাত্র কাছের বন্ধু গুলো। মাঝে মধ্যে শৈশব কালের বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায়। তখন মন আনন্দে ভরে ওঠে। সামান্য চায়ের আড্ডায় ঘন্টা পর ঘন্টা সময় চলে যায়। কিন্তু কথা শেষ হয় না। আমি প্রায় সব সময় শৈশব কালের হারানো সোনালী দিনগুলোকে স্মরণ করি। তাই শৈশবের বন্ধুত্ব ও তাদের প্রতি ভালোবাসা থেকে আজকে একটি পোস্ট লিখেছি। যাইহোকে এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | শৈশবের বন্ধুত্ব। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1853854705941958778?t=bIgCn2k2FgDcnJ7AYl07LQ&s=19