বিপদ যখন আসে চারদিক থেকে আসে।
শুভ দুপুর...!
আজ ১০ ই নবেম্বর,
রবিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
বিপদ এবং দুর্ঘটনা কখনোও আগাম বার্তা দিয়ে আসে না। তাই মানুষের যে কোন বিপদ মোকাবেলা করতে খুব কষ্ট হয়। কিন্তু তারপরেও মোকাবেলা করতে হয়,ভালো থাকার জন্য এবং নিজের জন্য। মানুষ জন্মের পর থেকেই নানা দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং বিপদ-আপদের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। তবে সৃষ্টিকর্তা এইসব কিছুর মাঝে মন পরীক্ষা এবং ধৈর্যধারণ করার ক্ষমতা দান করেন। যখন বিপদ আসে চারদিক থেকে আসে। আমি বিগত একটি মাস যাবৎ খুব মুসিবত এবং বিপদের সম্মুখীন। বিশেষ করে অসুস্থতা আমার পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনের উপর ঝাঁপিয়ে পড়েছে। আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, তবে এখন কিছুটা সুস্থ। তারপর আমার ছেলে এবং আমিও বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। যাইহোক এখন আল্লাহ পাকের অশেষ রহমতে সুস্থ আছি।
বিগত এক মাস ধরে আমার ভাতিজা কিডনি রোগ সমস্যায় জর্জরিত। জন্মের পর থেকে তার কিডনির ডান পাশের নার্ভ চিকন। তাই কিডনি তার পানি ঠিকমতো পাম্প করতে পারে না। গত সপ্তাহ থেকে একপাশে প্রচুর ব্যথা। কিছুদিন ধরে ব্যথা অনেক অংশে কম ছিল। কিন্তু আগামীকাল রাতে প্রচন্ড ব্যথা হওয়ার কারণে ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করি। আমার ভাতিজার বয়স মাত্র ৮ বছর। এই টুকু বয়সে তার উপর দিয়ে অনেক সমস্যা বিরাজমান। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং টেস্ট করে ডাক্তার সিদ্ধান্ত নিল দ্রুত অপারেশন করতে হবে। এই অপারেশন করতে হলে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি থাকতে হবে। গতকাল রাত বারোটায় বিভিন্ন টেস্ট এবং পরীক্ষা করে বাসায় আসি ভোর তিনটায়। আমি ভালো করে দুই ঘন্টা ঘুমাতে পারেনি
সব কিছু মিলে আমি খুব প্রেসারের মাঝে আছি। তবে জীবন যুদ্ধখানায় আমাকে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে চলতে হবে। যাইহোক এখানেই শেষ নয়। বাসায় এসে জানতে পারি পাশের বাসার কাকি হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছে। এই খবর শুনে আমি থমকে গিয়েছি। সকাল ৮ টায় আবারো একটি ফোন আসলো। শ্বশুরবাড়ি থেকে বললো আমার ওয়াইফের বড় বোন খুবই অসুস্থ, পরীক্ষা নিরীক্ষা করে জানা গিয়েছে বেশ কিছুদিন ডেঙ্গু রোগে আক্রান্ত থাকায় ফুসফুসে পানি জমাট বেধেছে। কি করবো কিছুই বুঝে উঠতে পারিনা। কোথায় আগে যাব, কার পাশে আগে দাঁড়াবো সবকিছু নিয়ে আমি খুবই চিন্তিত। এই পরিস্থিতিতে এখন আমার ফোনে যেকোনো ফোন আসলে আমি চমকে যাই।
বিপদ যখন দেখা দেয়, চারদিক থেকে দেখা দেয়। যাইহোক সৃষ্টিকর্তা যা করেন সব ভালোর জন্য করেন। এই আশা এবং ভরসা নিয়ে আমি চাপ সামলে নিতে চেষ্টা করছি। সকালে সামান্য নাস্তা করে আবারোও চলে যাচ্ছি হাসপাতালের দিকে। হাসপাতাল থেকে এসে আবার অফিসে কাজে বের হতে হবে। অফিস নামক জেলখানা থেকে ছুটির চেয়েও পেলাম না। স্যার বললো অফিসে অনেক কাজের চাপ। তাই কাউকে ছুটি দেওয়ার সম্ভাবনা না। যাইহোক দেখি নিজেকে কতটুকু ধৈর্য ধারণ করে এগিয়ে নিতে পারি। আমার পক্ষ থেকে সকলের জন্য দোয়া রইল। সবাই আমার জন্য ও আত্মীয়-স্বজন এর জন্য দোয়া করবেন। এই ছিল আমার আজকের আয়োজন। তাড়াহুড়ো করে কিছু লাইন লেখার চেষ্টা করেছি। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | বিপদ যখন আসে চারদিক থেকে আসে। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1855480011337162809?t=qwyqsOSranLe-4ZZXjk-JQ&s=19
একদম সত্য কথা বলেছেন ভাই। বিপদ কখনো একটি আসেনা। যখন আসে তখন যেন ছেঁকে ধরে। আপনার চারপাশেও এখন অনেক বিপদ এসেছে বুঝতেই পারছি। আপনার ভাগ্নি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আরো সমস্ত সমস্যা থেকে কেটে আপনি বেরিয়ে আসুন সেই প্রার্থনাই করি। এত বিপদ একসঙ্গে সামলাতে সামলাতে জীবন পরিশ্রান্ত হয়ে যায়। তবু সাহস রাখুন বুকে। সব ঠিক হয়ে যাবে।
জি ভাই দোয়া করবেন আমার জন্য। আমি যেন সব কিছু সামলে উঠতে পারি। ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন।
আসলেই তাই মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয় যেন মনে হয় বিপদ চারপাশ থেকেই এসেছে। তবে এই সময় গুলোতে আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। আপনার ভাতিজার কথাটা শুনে সত্যিই খুব খারাপ লাগলো। অন্যদিকে আপনার ওয়াইফের বড় বোনের কথা জেনেও খারাপ লাগলো। সবার সুস্থতা কামনা করছি।
দোয়া করবেন আপু। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তিনি যেনো আপনার পরিবারকে সুস্থতা প্রদান করে। আসলে ভাই মানুষ যখন বিপদে পড়ে তখন হতাশ হয়ে যায়। আপনার কথার সাথে আমি একমত যে, বিপদ যখন আসে চারদিক থেকে আসে তবে এ সময়টাতে ধৈর্য ধারণ করতে হয়।
দোয়া করবেন ভাই, সৃষ্টিকর্তার আমাকে যেন ধৈর্য ধারণ করার সমর্থ দান করেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া ভালো থাকবেন।
ঠিক বলেছেন বিপদ এবং দুর্ঘটনা কখনো আগাম বলে আসে না। আর বিপদ যখন আসে চারপাশ থেকে আসে। আপনার ভাতিজার কিডনি সমস্যা সে অসুস্থ। এদিকে আবার আপনার ওয়াইফের বড় বোন খুব অসুস্থ। আসলে যারা পুরুষ মানুষ তারা কোন না কোন কাজে ব্যস্ত থাকে। যাইহোক বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করুক এটাই কামনা করি। আর অসুস্থ লোকদের সুস্থতা কামনা করি।
জি ভাই দোয়া করবেন আমার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ভাই।
আপনার পরিবারের সবার অসুস্থতার কথা জেনে খারাপ লাগলো ভাইয়া। আরো বেশি খারাপ লাগলো আপনার ভাতিজার কিনডি সমস্যার কথা জেনে।ওর দ্রুত সুস্থতা কামনা করছি।
দোয়া করবেন আপু, সৃষ্টিকর্তা যেন আমাকে সকল পেরাসানি থেকে মুক্তি দান করেন। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।