সম্পর্ক সব সময় টাকার কাছে হেরে যায়।
শুভ রাত্রি 🌃
আজ ৮ ই জানুয়ারি,
রোজ বুধবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ জেলা,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
হাজারো সম্পর্ক টাকার কাছে হেরে যায়। শীতকালে যেমন গাছের পাতাগুলো ঝরে যায়, ঠিক তেমনি সময় সুযোগে প্রতি ঘনিষ্ঠ সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায় এবং ঝরে পড়ে। অতি কাছের বন্ধুত্ব নিমিষেই শত্রুতে পরিণত হয়। যে মানুষগুলো আপনাকে ছাড়া চলতে পারত না, সব সময় আপনাকে স্মরণ করতো সেই মানুষগুলো আপনাকে ভুলে থাকে বছরের পর বছর। টাকার পাওয়ার বোঝা বড় দায়। মানুষ ভেদে যার কাছে থাকে অহংকারী করে তোলে। তবে সবাই স্বার্থপর নয়। কিছু কিছু ক্ষেত্রে পর মানুষগুলো আপন হয়। অতি কাছের সম্পর্ক গুলো টাকার কাছে বারবার হেরে যায়। পিতা-মা ভাই-বোন আত্মীয়-স্বজনের গভীর সম্পর্কের কারণে বিপদ আপদ থেকে সহজে রক্ষা পাওয়া যায়। কিন্তু বর্তমান সময়ে সবকিছু উল্টো হয়ে যাচ্ছে। অর্থ সম্পদের কারণে ভাইয়ের সঙ্গে রক্তের বন্ধন হেড়ে যাচ্ছে।
আমরা সকলেই আজব একটি দুনিয়াতে বসবাস করি। যেখানে ছোটবেলায় খেলার সাথী বড় হয়ে শত্রুতে পরিণত হয়। সামান্য কিছু টাকার জন্য পর হয় আপন। মেধা ও উচ্চ শিক্ষা চাকরি পাওয়ার জন্য পরিপূর্ণ যোগ্য নয়। সে সঙ্গে টাকা যুক্ত হলে পরিপূর্ণ শিক্ষা অর্জিত হয়। এটাই হলো দেশের বর্তমান অবস্থা। কোথাও চাকরি নিতে গেলে যোগ্যতার পাশাপাশি পকেট গরম করতে হয়। এই গরম সামান্য চা মিষ্টি দিয়ে হয় না। প্রয়োজন হয় মোটা অংকের টাকা। তাই টাকার কাছে হেরে যায় মেধাবী শিক্ষার্থীদের সুন্দর জীবন। বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায়, দরিদ্র ও দুস্ত পরিবার থেকে উঠে আসা ছেলে মেয়েগুলো চাকরির বারান্দ পর্যন্ত যেতে পারে। কিন্তু দলীয় ব্যক্তিবর্গ ও সমাজে প্রতিষ্ঠিত ছেলে মেয়েদের কে পেছনে তাকাতে হয় না। টাজার সম্পর্ক সবচাইতে বড় এবং আদরের সম্পর্ক।
একটি পরিবারে বেড়ে উঠা শিশু গুলো মা-বাবা ও ভাই-বোনদের আদরে বড় হয়, এক সময় বলতে ও চলতে শিখে যায়। পরিবারের সুখ শান্তি সবকিছু মিলিয়ে সুখী পরিবার। কিন্তু হঠাৎ করে টাকা পরিবারের যুক্ত হওয়ার কারণে সবকিছু ধ্বংস হয়ে যায়। ছেলের সঙ্গে মা-বাবার বিচ্ছেদ, ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রুতা এবং মানুষকে মানুষ বলে পরিচয় না দেওয়া লোভী মানুষের পরিচয়। এখন এটাই হয়ে আসছে। কিছুদিন আগেও যে বন্ধু আপনার সবচেয়ে কাছের ছিল, সামান্য কিছু টাকার জন্য আপনাকে দূরে সরিয়ে রাখে। ব্যক্তি জীবনে বেঁচে থাকার জন্য ও চাহিদা পূরণের জন্য টাকার প্রয়োজন আছে। কিন্তু অতিরিক্ত লোভ লালসতা এবং অহংকারী মনোভাব পোষণ করা মনুষ্যত্বের পরিচয় নয়। সমাজে বিয়ে নিয়ে বংশ পরম্পরা এবং টাকার দাঁড়িপাল্লা তৈরি হয়েছে। সরকারি চাকরিজীবী ছেলেপক্ষ পেলে তাদের মেয়েকে বিক্রি করে দিতে ইচ্ছুক এখন প্রতিটি পরিবার। ছেলে মেয়ের সুখের চিন্তা এখন টাকা দিয়ে পরিমাপ করা হয়।
কিন্তু টাকার সম্পর্ক চিরস্থায়ী নয়, একটি বিষয় ভুলে গেলে চলবে না। যে সম্পর্ক টাকার জন্য তৈরি হয়, সে সম্পর্ক টাকার জন্য ভেঙ্গে যেতে বেশি সময় লাগে না। দৌড় প্রতিযোগিতায় টাকা স্থির হয়ে বসে থেকেও বিজয়ী হয়। এই হলো দেশের মানুষের বর্তমান অবস্থা। দেশ ডিজিটাল হয়েছে, সে সঙ্গে মানুষ কিছুটা অমানুষে পরিণত হয়েছে। বিপদে পড়লে খারাপ সময়ে কেউ পাশে থাকে না। কোথায় আছে চাচা আপন জান বাঁচা। এই ধরনের জ্ঞানহীন বাক্যে সবাই অটল থাকতে ভালোবাসে। তাই গভীর সম্পর্ক সব সময় টাকার কাছে হেরে যায়। নষ্ট হয় হাজারও মানুষের জীবন। সৃষ্টিকর্তা আমাদেরকে বিবেক বুদ্ধি দান করেছেন। তাই সেগুলোর সঠিক ব্যবহার করা মনুষত্বের পরিচয়। এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | সম্পর্ক সব সময় টাকার কাছে হেরে যায়। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion
ঠিক বলেছেন ভাইয়া প্রতিটি মানুষ যখন অনেক টাকার মালিক হয়ে যায় তখন সত্যিই সবাই অন্যরকম হয়ে যায়। আবার অনেক সময় টাকা দিয়েও কিন্তু সম্পর্কের বন্ধন টিকিয়ে রাখা যায়। এই টাকা নিয়েই বেশিরভাগ সময় পরিবারের মধ্যে ঝামেলা হয়। আপনি খুবই সুন্দরভাবে আমাদের মাঝে কথাগুলো তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া।
জি আপু বর্তমান সময়ে টাকার জন্য সম্পর্ক ভেঙে যায়। আপনার যুক্তিগত মন্তব্য পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপু।
আপনি একেবারে বাস্তবিক একটা টপিক নিয়ে পোস্টটা লিখেছেন। আসলে প্রতিটা সম্পর্কের মধ্যে এখন সবকিছুর থেকে টাকাই সবকিছু। এখন সবকিছুর মাঝে শুধুমাত্র টাকাই রয়েছে। টাকা থাকলে সম্পর্কটাও সুন্দর থাকে। আর টাকা না থাকলে সম্পর্ক ও সুন্দর থাকে না।
লক্ষ্য করে দেখছি ভাই টাকার জন্যই ভালোবাসা। ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
একেবারে যথার্থ বলেছেন ভাই। এটা বর্তমানে প্রায়ই দেখা যায়। সরকারি চাকুরীজীবি ছেলেদের জন্য মেয়েদের সিরিয়াল লেগে যায়। সরকারি চাকুরীজীবি ছেলে অসৎ পন্থায় ইনকাম করলেও কিছু যায় আসে না। মোটকথা টাকা হলেই হয়। আসলে বেশিরভাগ মানুষের কাছে টাকাই সবকিছু। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য।
আজ আপনি আমাদের মাঝে জেনারেল রাইটিং শেয়ার করেছেন তা এক কথায় অসাধারণ। এই পৃথিবীতে সব কিছু কিন্তু টাকার কাছে হার স্বীকার করে নেয়। আর যার কাছে টাকা আছে তার কাছে সবাই আছে এবং যার কাছে টাকা নেই তার কাছে কিন্তু কেউ নেই। আর সম্পর্ক তৈরি হয় মানুষের অর্থ দেখে।
আমার পোস্ট আপনার কাছে ভালো লেগেছে তাতেই আমি সার্থক। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য।
যে সম্পর্ক টাকা দেখে তৈরি হয় সেটা ভেঙে যেতে সময় লাগে না। টাকা দেখে যেটা তৈরি হয় সেটা হলো একটা চুক্তি সেটা কোন সম্পর্ক না। আর নিজের আপনজনেরা কখনও আপনার টাকা টা দেখবে না। তারা সবসময় সম্পর্ক টাই আগে দেখবে। দারুণ লিখেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ যুক্তিযুক্ত মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।
অনেকেই বলে টাকা না থাকলে ভালোবাসা যদি থাকে সে সম্পর্ক টিকে থাকে৷ তবে তা একেবারে মিথ্যা একটি কথা৷ ভালোবাসা কখনোই এমনিতে টিকে থাকতে পারে না৷ সেখানে অবশ্যই টাকার প্রয়োজন রয়েছে৷ আর অনেক ভালোবাসা আমরা নষ্ট হয়ে যেতে দেখেছে শুধুমাত্র টাকার কারণে৷ আজকে আপনি খুব সুন্দর ভাবেই আপনার পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন৷ এই পোস্ট পড়ে খুবই ভালো লাগলো৷
গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করেছেন ভাই, টাকার কাছে যে কোন সম্পর্ক মূল্যহীন। অসংখ্য ধন্যবাদ মতামত ব্যক্ত করার জন্য।