আজকে আমার ভাতিজির অপারেশন হলো।
শুভ সন্ধ্যা 🌃
আজ ২৪ ই নবেম্বর,
রবিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
আমার ভাতিজির আজকে অপারেশন হলো। জন্ম থেকেই আমার ভাতিজির কিডনির সমস্যা ছিল। কিন্তু আমরা এই রোগের কথা আগে জানতে পারিনি। তার কারণ হলো কোন সমস্যা দেখা দেয়নি সুস্থ সবল জীবন যাপন করছিল। এই সমস্যার কথা আমরা জানতে পারি বিগত ২ মাস আগে। কেননা আমার ভাতিজির ডান কিডনির পাশে ব্যথা শুরু হয়। তারপর আমরা যখন জানতে পারি এই ব্যথার কথা। তখন ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার বিভিন্ন পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষা গুলো করে সঠিক রোগ যাচাই করতে পারেনি। তাই আরোও দুইটি পরীক্ষা করতে বলে। কিন্তু দুঃখের বিষয় সে দুইটি পরীক্ষা করতে অনেক সময় লেগে যায়। বিশেষ করে একটি করতে প্রায় এক মাস সময় লাগে। পরীক্ষা করতে হয়েছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরমাণু বিভাগে। তাছাড়া এই পরীক্ষা আর কোথাও হয় না। তাই একমাস সিরিয়ালে থাকার পরে পরমাণু বিভাগ হতে পরীক্ষাটি করতে পারি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
তারপর কিডনি বিশেষজ্ঞ ও অধ্যাপক ডাক্তার বিল্লাল হোসেন বলেন কিডনির একটি শিরা অথবা রক ব্লক হয়ে গিয়েছে, তাই কিডনি তার পানি সঞ্চালন করতে পারছে না। যেহেতু ৮ বছর বয়স হয়ে গিয়েছে তাই অধিক পরিমাণে পানি সঞ্চালন করতে সমস্যা হয়। তখন ডাক্তার সিদ্ধান্ত নেয় দ্রুত অপারেশন করতে হবে। অপারেশন দেরি করলে কিডনির অনেক বড় সমস্যা হতে পারে। কিন্তু প্রাইভেট হাসপাতালে এই অপারেশন করতে সর্বমোট খরচ দাঁড়াবে প্রায় ৯৫ হাজার টাকা। আমাদের আর্থিক অবস্থা ভালো নেই, তাই আমরা আমাদের ময়মনসিংহ শহরে নিকটস্থ (ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে) ভর্তি করি। ভর্তি করেছিলাম নভেম্বর মাসের ১০ তারিখে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে এখনো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে অতিরিক্ত রোগী থাকার কারণে সব ধরনের চিকিৎসা পেতে অনেক দেরি হয়ে হয়।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
দীর্ঘ ১৫ দিন ভর্তি থাকার পর আজকে ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিল। আমি বিগত দুইটি সপ্তাহ ধরে খুব চাপের মধ্যে আছি। এক দিকে আবার চাকরি চাপ, অন্য দিকে আদরের ভাতিজি খুবই অসুস্থ। তাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করে নিজেকে সময় দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। যাইহোক আজকে সকাল ১১ টায় অপারেশন সম্পূর্ণ হয়। যাইহোক সৃষ্টিকর্তার অশেষ রহমতে অপারেশন সাকসেসফুল হয়। আমার ভাতিজি এখন অবজারভেশন রুমে রয়েছে। আপনাদের সকলের কাছে আমার ভাতিজির জন্য দোয়ার দরখাস্ত রইল। আমার ভাতিজি যেন দ্রুত সুস্থ হয়ে উঠে। অপারেশন করার পর আমি কিছু সময় ফ্রি থাকার জন্য সময় পাই। সেই ফাঁকে আমি এই পোস্ট লেখার চেষ্টা করি। এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | আজকে আমার ভাতিজির অপারেশন হলো। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1860691675259322672?t=4S4_ZslEM-X4WZPrNURlXg&s=19
ছোট থেকেই আপনার ভাতিজির কিডনি সমস্যা এটা শুনে অনেক খারাপ লাগলো।মহান সৃষ্টিকর্তার কাছে আপনার ভাতিজির জন্য অনেক অনেক দোয়া করি যেন খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।মহান সৃষ্টিকর্তা তাকে সুস্থ করে নেক হায়াত দান করুক।
জি ভাই দোয়া করবেন আমার ভাতিজির জন্য। ধন্যবাদ আপনাকে।
প্রথমে আপনার ভাতিজির জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তায়ালা বাবুকে যেন দ্রুত সুস্থ করে দেয়। আপনার ভাতিজির কিডনি সমস্যা ছিল তাই তাকে অপারেশন করানো হয়েছে আশা করছি এবার সে একদম সুস্থ হয়ে যাবে। প্রাইভেট হাসপাতালগুলোতে সত্যিই সবকিছুর অনেক বেশি দাম তাই মধ্যবিত্ত পরিবারদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। তবে সরকারি হাসপাতালগুলোতেও ভালো চিকিৎসা দেওয়া হয় যদিও একটু দেরি হয় কিন্তু ভালো হয়। আপনাদের জন্য শুভকামনা রইল ভাইয়া।
দোয়া করবেন আপু, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপু।
প্রথমেই আপনার ভাতিজির দ্রুত সুস্থতা কামনা করছি ভাই। আপনি সেদিন ডিসকর্ডের জেনারেল চ্যাটে বলেছিলেন আপনার ভাতিজির অপারেশন এর কথা। যাইহোক অপারেশন সাকসেসফুল হয়েছে, এটা জেনে খুব ভালো লাগলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দোয়া করবেন ভাই, আপনার গুছানো কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।