গতকাল রাতে হঠাৎ চুরি।
শুভ রাত্রি ...!
আজ ১৭ ই নবেম্বর,
রবিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গতকাল রাতে আমাদের এলাকায় বাৎসরিক ইসলামিক ওয়াজ মাহফিল হয়েছিল। তাই সবাই সন্ধ্যার পর এক এক করে ওয়াজ মাহফিলে উপস্থিত হয়। ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আশেপাশে বিভিন্ন খেলনা ও মার্কেটের দোকানপাট বসেছিল। সন্ধ্যার পর দিয়ে দোকান গুলো জমজমাট হয়ে ওঠে। শীত উপলক্ষে সবাইকে গরম কাপড় কেনাকাটায় খুবই ব্যস্ত। সে সঙ্গে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে সবাই মনোযোগ দিয়ে ইসলামিক ওয়াজ শুনতে মগ্ন ছিল। তখন আমার পাশের বাসার কাকাদের ঘর একদম খালি ছিল। সে সুযোগে চোর ঘর খালি পেয়ে মোবাইল ফোন এবং কিছু গহনা চুরি করে। ঘরে কেউ না থাকায় দরজার তালা ভেঙে চুরি করে। কেউ কোনো কিছু টের পায়নি। কিভাবে কি হলো কেউ কিছু বলতে পারে নি। ঘরে কেউ না থাকায় এই ঘটনাটি ঘটেছে।
আমি যখন ওয়াজ শুনে বাসায় আসি তখন আমার কাকার বাসায় চেঁচামেচি শুনতে পাই। কাছে গিয়ে জানতে পারি চুরি হওয়ার ঘটনা সম্পর্কে। শুনে খুবই কষ্ট লাগে। তবে আমাদের সন্দেহ চোর দূরের কেউ না। আশে পাশে যেভাবে নেশা খোরদের সংখ্যা বাড়ছে, তাই বলা যায় চোর আশে পাশের কেউ হবে। যেহেতু অল্প সময়ের মধ্যে এই ঘটনাটি ঘটেছে, তাই আমার কাকা আইনের আশ্রয় নিবে। মোবাইল সহ গহনা প্রায় এক লক্ষ টাকার মত হবে। বর্তমান সমাজের দিকে তাকালে খুব খারাপ লাগে। শিশু থেকে যুবক ছেলেদের করুন অবস্থা। সবাই এখন নেশায় আসক্ত। নেশার টাকা না পেয়ে চুরি,ছিনতায় ও ডাকাতির পথ বেছে নেয়। এর ফলে দেশে চুরি,ছিনতায় দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে অসহায় মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমাদের দেশে চুরি, ছিনতাই ও ডাকাতের বিরুদ্ধে তেমন কঠিন কোন আইন নেই। যদি কঠিন আইন বাস্তবায়ন করা হয়,তাহলে দেখা যাবে অধিকাংশ মানুষ আইনের ভয়ে চুরি ছেড়ে দেবে। বিভিন্ন দেশে দেখা যায় চুরি সম্পর্কে খুবই কঠিন আইন বাস্তবায়ন হয়। এর কারণে অন্যায় কাজগুলো করতে বাধাগোস্ত হয়। যাইহোক সকলের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই, আপনারা যেখানেই থাকেন না কেনো, সাবধানে থাকতে চেষ্টা করবেন। বিশেষ করে বাসা খালি রেখে দীর্ঘ সময়ের জন্য কোথাও যাবেন না। বিপদ কখনো বলে আসেনা। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ জেনারেল রাইটিং। ডিভাইস শাওমি রেডমি ৯। বিষয় গতকাল রাতে হঠাৎ চুরি। লোকেশন ময়মনসিংহ সদর, বাংলাদেশ। রাইটার @nazmul01।
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1858163247071035718?t=51LATSJuQsb32E7ao2JmUw&s=19
কি এক আবস্থা।আবারো প্রমাণিত হলো চোরে না শোনে ধর্মের কাহিনি। কেউ ধর্মীয় আলোচনায় যোগ দিয়েছে আর সেই সুযোগ কাজে লাগিয়ে তাদের বাড়িতে চোর চুরি করেছে।আসলে বর্তমান চোর ডাকাতি বেরে গেছে বহুগুণ। ঠিক বলেছেন কঠিন শাস্তির ব্যাবস্থা করলে অবশ্যই চুরি কমে যেতো ভয়ে।খারাপ লাগলো ঘটনাটি শুনে।পোস্ট টি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া চোরেরা চুরি করতে সুযোগ খোঁজে। আপনাদের ওইখানেও ওয়াজ মাহফিলের সময় সবাই ওয়াজ মাহফিলে ছিল। এই কারণে চোর তারা ভেঙে ঘর থেকে মোবাইল গয়না অন্যান্য জিনিস চুরি করলেন। সত্যি বাংলাদেশে কোথাও মানুষ নিরাপদ নয়। সচেতন মূলক একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।