শীতের রাতে নাইট ক্রিকেট খেলা দেখার অনুভূতি।
শুভ রাত্রি 🌃
আজ ১৮ ই ডিসেম্বর,
বুধবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ জেলা, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম শীতের রাতে নাইট ক্রিকেট খেলা দেখার অনুভূতি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
শীতের রাত মানে বিভিন্ন ধরনের আয়োজন। শীতকাল কেন্দ্র করে বিভিন্ন সভা, অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন সবচাইতে বেশি দেখা যায়। শুধু তাই নয় আমার ধারণা অনুযায়ী শীতকালে প্রচুর পরিমাণে বিয়ে হয়। কেননা শীতের সময় এবার অনেক বিয়ের দাওয়াত পেয়েছি। যাইহোক শীতের রাত অনেক লম্বা হয়ে থাকে। সময় যেতে চায় না, তাই এই শীতকালকে কেন্দ্র করে আমাদের প্রাইমারী স্কুল মাঠে প্রতিবছরের মতো এবারেও বার্ষিক নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ আয়োজনে ছোট-বড় বেশ কিছু দলের অংশ দেখা যায়। তবে এবার আয়োজন অনেকটা দেরিতে হয়। প্রতিবছর নভেম্বরের শুরুতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবছর আমি নিজে একটি দল তৈরি করি এবং খেলাধুলা করতে চেষ্টা করি। এবার সময় সুযোগ এবং ব্যক্তিগত সমস্যার কারণে আমি খেলতে পারেনি। তবে দর্শক হিসেবে খেলা দেখার সুযোগ হয়েছিল। সে অনুভূতি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমি অফিস থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে শীতের কাপড় পরে চলে আসি মাঠের দিকে। তখন ঘড়িতে দশটা বাজে, আমি তো ভেবেছিলাম খেলা হয়তো শেষ। এ বছর দল হয়েছে ১৭ টি, কিন্তু মাঠে এসে দেখি অনেক দর্শক খেলা দেখছিল। প্রচন্ড শীতের রাতে সবাই দাঁড়িয়ে খেলা দেখছিল। তখন আমিও খেলা দেখতে শুরু করি। রাতে ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখলে খুব ভালো লাগে আমার কাছে। তবে খেলতে পারলে হয়তো আরো বেশি ভালো লাগতো। যাইহোক আমি দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে খেলা দেখছিলাম। মাঠের চতুর্দিকে আলোকিত করার জন্য অনেকগুলো লাইট লাগানো হয়েছিল। তারপরও মনে হচ্ছিল কোথাও কিসের কম আছে।
মাঠের চারপাশে ও স্টেজে দেখি কানায় কানায় দশকে পরিপূর্ণ ছিল। স্টেজে স্কোরবোর্ড ও ধারাভাষক খুব সুন্দর করে কথা বলছিল। দর্শকদেরকে খেলা দেখার জন্য উৎসাহ করার জন্য আকর্ষণীয় কথা বলছিল। সকলেই গরম গরম কাপড় পড়ে খেলা দেখায় ব্যস্ত। কিন্তু প্রচন্ড কুয়াশার কারণে লাইটের আলো গুলো স্বাভাবিক ভাবে দেখা যাচ্ছিল না। তাই প্লেয়ারদের খেলতে একটু অসুবিধা হচ্ছিল। তারপরেও কিছুক্ষণ পর পর চার ছক্কার উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মাঠে। প্রথম ইনিংস এরপর সাত ওভারে দলীয় রান সংখ্যা ৯৭ হয়। মাঠের সীমানা কাছে থাকায় সবাই খুব সহজেই চার ছক্কা মারতে পারে। যাইহোক আমি সেই ফাঁকে বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। তবে রাতের অন্ধকারে ও কুয়াশার কারণে তেমন ভালো ছবি তুলতে পারিনি।
দ্বিতীয় ইনিংসে কিছুক্ষণ পর কুয়াশার পরিমাণ খুব বেড়ে যায়। ঘন কুয়াশার কারণে কোন কিছুই দেখা যাচ্ছে না। তারপরও খেলাধুলা চলছে, সব চাইতে মজার বিষয় হলো দর্শক যারা ছিল তারা কেউ মার ছেড়ে চলে যায়নি। গ্রামের খেলাধুলা গুলো এইজন্য আরও সবচাইতে বেশি উৎসবমুখর হয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ব্যাটসম্যান আর বল দেখতে পারছেন না, তখন খেলা স্থগিত করা হয়। বিপক্ষ দলের রান দরকার ছিল তিন ওভারে ৪১ রান। এই খেলা আগামীকাল সকাল দশটায় অনুষ্ঠিত হবে এ ঘোষণা দিয়ে খেলা বন্ধ করে দেয়া হয়। গণ কুয়াশার কারণে আমার মাথার টুপি ভিজে যায়। তখন আমি দ্রুত বাসায় চলে আসি। তবে ওই দিনের মতো কুয়াশা আর কোনদিন এত বেশি পড়েনি। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ | লাইফ স্টাইল। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | শীতের রাতে নাইট ক্রিকেট খেলা দেখার অনুভূতি। |
লোকেশন | গন্দ্রপা প্রাইমারি স্কুল, ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion
শীতের রাতে ক্রিকেট খেলা হয় আমি আগে কখনো দেখিনি। তবে আপনার এই বিবরণটি পড়ে যা বুঝছি বেশ উপভোগ করেছেন নাইট ক্রিকেট খেলা। কারণ ভালই দর্শক হয়েছে এবং ধারাভাষ্যকারও ছিলেন। সবমিলিয়ে বিষয়টা কিন্তু বেশ চমৎকার।