🌸মোবাইল ফোনে তোলা ফুলের ফটোগ্রাফি 🌼||১০% লাজুক -খ্যাক এর জন্য🦊

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ,০৬ চৈত্র | ১৪২৮, বঙ্গাব্দ | ২০, মার্চ |২০২২, খ্রিস্টাব্দ | ১৭ ,রজব | ১৪৪৩, হিজরি | রবিবার | বসন্তকাল |

আসসালামুআলাইকুম/নমস্কার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।আপনারা সকলেই কেমন আছেন? আশা করি, সকলেই ভালো আছেন।আমিও আপনাদের দোয়া এবং আশির্বাদে ভালোই আছি। আজকে আমি আপনাদের হাজির হয়েছি ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে।

ফটোগ্রাফি নংঃ১

আমার পছন্দের একটি ফুল কাটা মুকুট বা মিলি ফুল। আমরা সকলেই হয়তো জানি এই ফুলের নাম কিন্তু আমি জানতাম না। এই ফুলের নাম সাধারণত মিলি ফুল আমি এই নামে জানি।আজকে আমি আমার চাচাতো বোনের কাছ থেকে জানতে পারি যে এই ফুলের নাম কাটা মুকুট।এই ফুল সম্পর্কে আমি আরো জানতে চাইলে আমার চাচাতো বোন আমাকে বলে এই ফুল এমন মাটিতে জন্মে যেই মাটি ঝুরঝুরে বেশি তাহলে পানি দিলে কেটে যাবে।এই গাছের বৃদ্ধির জন্য আলোর প্রয়োজন। এই ফুল গাছে বেশি পরিমানে পানি দিলে গোড়া পচে যায়।তবে ফুলটি দেখতে বেশ সুন্দর।


লোকেশনঃ
https://w3w.co/hitched.relates.rewritten

ফটোগ্রাফি নংঃ২

ডালিয়া ফুল আমার সবচেয়ে পছন্দের একটি ফুল। আমি এই জন্য ফুলকে বেশি ভালবাসি কারন ফুলটি বেশ বড় আর শীতকালীন একটি ফুল।ডালিয়া ফুল গুল্মজাতীয় একটি ফুল যা সহজেই হয়। ডালিয়া ফুলের পাপড়ি দৃষ্টি কেড়ে নেয়।এই ফুল নানা প্রজাতির হয়ে থাকে সাধারণত


লোকেশনঃ
https://w3w.co/reform.isolated.restrooms

ফটোগ্রাফি নংঃ৩

গাঁদা ফুল আমাদের সকলের পরিচিত একটি ফুল।গাঁদা একটি সুগন্ধি ফুল। এই গাঁদা ফুল সহজেই জন্মায় আর গৃহসজ্জায় এই ফুল বেশি ব্যবহার করা হয়। গাঁদা ফুল বিভিন্ন জাতের এবং রঙের দেখা যায়।এই সাধারণত উজ্জ্বল হলুদ ও গাঢ় খয়েরী রঙের হয়। এই ফুলের পাতা বিশেষ উপকারী কোন স্থানে কেটে গেলে পাতা পিসিয়ে লাগিয়ে ক্ষত স্থান দিয়ে রক্তা পড়া বন্ধ হয় যায়।

20220228_121450.jpg
লোকেশনঃ
https://w3w.co/cartooning.educating.howls

ফটোগ্রাফি নংঃ৪

সালভিয়া নামক ফুলটি দেখতে বেশ সুন্দর। এই ফুল আমি বাগান থেকে সংগ্রহ করেছি।এই ফুলটি অনেক ধরনের হয়ে থাকে।তবে আমি যে বাগান থেকে এই ফুলের ছবি সংগ্রহ করেছি সেই বাগানে শুধু লালা রঙের আছে।


লোকেশনঃ
https://w3w.co/tulip.directed.mouse

ফটোগ্রাফি নংঃ৫

নয়নতারা ফুলটি সবার পরিচিত একটি ফুল। এই ফুল দেখতে ছোট হলেও বেশ সুন্দর। এই ফুলের পাঁচ বিশিষ্ট পাপড়ি রয়েছে। এই নয়নতারা গাছ চর্ম রোগের জন্য বিশেষ ভাল।এই ফুল সাধারনত গোলাপি আর সাদা রঙের দেখা যায়।


লোকেশনঃ
https://w3w.co/villagers.clamped.perplexes

ফটোগ্রাফি নংঃ৬

গোলাপ সবার জনপ্রিয় একটি ফুল বলা যায়।গোলাপ ফুল আমার পছন্দের একটি ফুলের মধ্যে অন্যতম।গোলাপের গন্ধ বেশ সুন্দর আর গোলাপের পাপড়ি দেখতে ভাল লাগে।আমি কলেজ থেকে আসার পথে দোকানে পাশে এই গোলাপ ফুল দেখতে পাই। তাই আমি মোবাইল ফোনে গোলাপ ফুলের ছবি ক্যামরায় বন্দী করি।

20220301_134712.jpg
লোকেশনঃ
https://w3w.co/skinniest.interposed.

ফটোগ্রাফি নংঃ৭

ধনে পাতা সবার প্রিয় একটি খাবার বটে।ধনেপাতার পাতার আমরা তরকারির মসলা হিসেবে খেয়ে থাকি।আবার মাখা মুড়ি বা চটপটি বিভিন্ন ধরনের খাবারে ধনেপাতা কেটে খাই।ধনে মসলা আমরা পান দিয়ে খায়। এই ধনেপাতা আবার নানা ধরনের রোগের মাধ্যম তার মধ্যে। ধনেপাতার শরবত খেলে কিডনি ভালো থাকে। কিডনির মধ্যে জমে থাকা ক্ষতিকর লবন এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়।তবে যাই হোক আমাদের বাড়ির সামনে ধনেপাতার চাষ আমি সেখান থেকেই ধনেপাতার ফুলের ছবি সংগ্রহ করি

https://w3w.co/documentaries.



ইতি

@nazmul-sakib

মোবাইলের নামমডেল
রেডমিA৯
ক্যামেরা১৩
what3wordhttps://w3w.co/documentaries


Sort:  
 2 years ago 

সবগুলো ফুলের মধ্যে কাটা মুকুট ফুলটি আমার অপরিচিত একটি ফুল। তবে আমার কাছে এটি বেশ ভালো লেগেছে।দেখতে খুব বেশি সুন্দর এই ফুলটি৷ আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার করা সবগুলো ফটোগ্রাফি।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

চেনা সব ফুলগুলোকে আপনি এমন সুন্দর ভাবে তুলেছেন সেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। বিশেষ করে ধনেপাতা গাছের ফুলটা অনেক সুন্দর লাগতেছে। বাকি ফুলগুলো অসম্ভব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

অসাধারন কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার মাধ্যমে ভাই। অসাধারন ছবি তুলেন আপনি। খুব ভালো হয় আপনার তোলা ছবি গুলো। আপনার ছবি গুলায় পর্যাপ্ত ডিটেইলস থাকায় বেশি ভালো হয়। এভাবেই এগিয়ে যান ভাই। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ওয়াও ভাইয়া আপনি তো দারুণ ফটোগ্রাফার। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধনেপাতার ফুলগুলো বেশি সুন্দর লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে আলোকচিত্রগুলো তুলেছেন। বিশেষ করে আমার কাছে ডালিয়া ফুলের ফটোগ্রাফি খুবই দুর্দান্ত মনে হচ্ছে। এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বাহ ভাইয়া আপনি তো খুব ভালো ফটোগ্রাফি করতে পারেন। মনে হচ্ছে যেন কোন ফটোগ্রাফার। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক অনেক ভালো লেগেছে ভাইয়া। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

বাহ ভাইয়া প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। ধৈর্য ধরো দক্ষতার সাথে সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। সুন্দর বর্ণনা করেছেন প্রত্যেকটার সাথে। ধন্যবাদ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

মোবাইলে তোলা অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। সবগুলো ফুলের ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে শেষের ফটোগ্রাফি টি ধনেপাতার ফুলটি অসাধারণ লাগতেছে দেখতে। আপনি খুব সুন্দর করে সবকিছু র্বণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

সকাল সকাল এত সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।ফুল আমার খুবই ভালো লেগেছে। আমি খুবই পছন্দ করি। আর আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগছে। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

চমৎকার লাগল বন্ধু তোমার ফটোগ্রাফি গুলো। খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছো বন্ধু।
এভাবে এগিয়ে যাও তুমি। তোমার জন্য শুভকামনা রইল বন্ধু। 💞💞

 2 years ago 

তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59708.78
ETH 3185.76
USDT 1.00
SBD 2.45