“রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি” By nasrin111 [10% @shy-fox + 5% abb-school]

আসসালামুয়ালাইকুম/আদাব

প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি বাংলাদেশের 🇧🇩 সিরাজগঞ্জ জেলায় বসবাস করি।

IMG-20220618-WA0008.jpg

আজকে সারাদিন প্রচন্ড গরম ছিল, । যার কারণে বাইরে বের হতে মন চাচ্ছিলো না।তাই সারা দিন রুমের ভেতরই ফ্যানের নিচে বসে ছিলাম। আর এই বসে থাকার মধ্যে একটা চিন্তা করলাম। যে আমার সৃজনশীলতা প্রকাশ করব। তাই রঙিন কাগজের নিয়ে বসে পড়লাম।আর ভাবতে লাগলাম কি করা যায়। আজকে যে হতো অনেক সময় রয়েছে।তাই রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করার চিন্তাভাবনা করলাম। আসলে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করতে অনেক সময় লাগে। তাই যেহেতু আজকে রুমে বসে রয়েছি। তাই রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করার চিন্তা মাথায় আসলো সেই চিন্তা থেকেই আমি রঙ্গিন কাগজ এর ওয়ালমেট তৈরি করতে লাগলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আসলে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমারও অনেক ভালো লাগে।

IMG-20220618-WA0003.jpg

উপকরণ-ঃ

১)রঙ্গিন কাগজ।
২) কাঁচি।
৩) আঠা।

ধাপ-১

IMG-20220618-WA0000.jpg

প্রথমে ফ্রেমটি কালো কাগজ দিয়ে মুড়িয়ে নিলাম

ধাপ-২

IMG-20220618-WA0002.jpg

এরপর কালো কাগজ রোল করে ডালের মতো বানিয়ে নিলাম।

ধাপ-৩

IMG-20220618-WA0001.jpg

এরপর ডালগুলো আঠা দিয়ে ফ্রেম এর সাথে লাগিয়ে নিলাম।

ধাপ-৪

IMG-20220618-WA0005.jpg

এরপর ফুল করার জন্য ছোট ছোট কাগজের টুকরা করে নিলাম

ধাপ-৫

IMG-20220618-WA0007.jpg
এরপর কাগজ গুলো ভাজ করে নিলাম।

ধাপ-৬

IMG-20220618-WA0010.jpg

তারপর কাগজের অর্ধাংশ ভাঁজ করে আঠা দিয়ে লাগিয়ে নিয়ে ফুলের আকৃতি করে নিলাম।

ধাপ-৭

IMG-20220618-WA0009.jpg

এরপর ডালপালার উপরে ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

শেষ ধাপ

BeautyPlus_20220618095924594_save.jpg

এরপর ফুলের উপরে কালো পুতি লাগিয়ে আমার অলমেট বানানো শেষ করলাম। এরকম কাগজের তৈরি ওয়ালমেট দেয়ালে টাঙিয়ে রাখলে অনেক সুন্দর লাগে। আর নিজের হাতে কিছু তৈরি করে সেটা ঘরে টাঙিয়ে রাখলে দেখতে আরো ভালো লাগে। আমার এই ওয়ালমেট আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন।

banner-abbVD.png

ফোনের বিবরণ

ফোনRealme C17
ধরণরঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।
ক্যমেরা মডেলC17
ক্যাপচার@nasrin111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20211119_185440_719.jpg

আমি মোছা.নাসরিন খাতুন।বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি একজন ভ্রমণপিপাসু মানুষ। ঘোরাফেরা করতে আমি খুবই ভালোবাসি।সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই।ভ্রমণ করার পাশাপাশি আমি বাগান করতে খুব ভালোবাসি।এছাড়াও অবসর সময়ে আমি বই পড়ি।বই পড়তে আমার খুবই ভালো লাগে।সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

কার কাছে কেমন লাগে রঙিন কাগজের ওয়ালমেট সেটা আমি জানিনা, তবে আমার কাছে বেশ দারুন লাগে। আপনি অতিরিক্ত গরমের কারণে বের হতে পারেননি, আর আমরা বৃষ্টির জন্য বেরোতে পারেনি অফিস থেকে। অসাধারণ ছিল মুহূর্তগুলো। তবে বাসায় বসে বসে অনেক সময় নিয়ে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার ওয়ালমেট টি আমার অনেক পছন্দ হয়েছে। এটি ওয়ালে রাখলে অনেক ভালো লাগবে। দেখতে সুন্দর কিছু কালার চয়েজ করে রেখেছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল। এভাবেই নতুন নতুন ওয়ালমেট তৈরি করে উপস্থাপন করুন এই কামনাই করছি।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অত্যন্ত চমৎকার হয়েছে আপু। এরকম সুন্দর ওয়ালমেট তৈরি করে ঘরে টাঙিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে। আপনার রঙিন কাগজের কালার কম্বিনেশন অত্যন্ত চমৎকার হওয়ার কারণে ওয়ালমেট দেখতে দারুণ লাগছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে প্রতিটি ধাপ দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ধাপে ধাপে ওয়ালমেট তৈরি করার উপস্থাপন দেখে আমিও শিখে নিলাম। পরবর্তী তৈরি করব ইনশাল্লাহ, আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমার্টের কালার টা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য এভাবেই আপনি সামনে এগিয়ে যান।।

 2 years ago 

রঙিন কাগজের খুবই সুন্দর একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন খুবই ভালো লাগলো দেখে এ ধরনের ওয়ালমেট ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বাড়িয়ে দেবে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভকামনা থাকলো আপনার জন্য

 2 years ago (edited)

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। দেখতে খুবই সুন্দর লাগছে। কমলা কালার দেওয়াতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ‌। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

রঙিন কাগজের কাজ যত দেখি ততই মুগ্ধ হয়। অনেক সুন্দর ভাবে যেমন আজকে আপনি একটি ওয়ালমেট বানিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কাজ উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

দীর্ঘদিন আগে ঠিক এরকমই একটি ওয়ালমেট আমি তৈরী করেছিলাম। এই ওয়ালমেট টি ওয়ালে লাগিয়ে রাখলে দেখতে বেশ ভালই লাগে। খুব সুন্দর হয়েছে আপু আপনার তৈরি করা ওয়ালমেটটি। আর আপনার উপস্থাপনাও আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56709.98
ETH 2329.72
USDT 1.00
SBD 2.37