“বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাম অঞ্চলের দৃশ্য ” By nasrin111 [10% shy-fox + 5% abb-school]

আসসালামুয়ালাইকুম/আদাব

প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি বাংলাদেশের 🇧🇩 সিরাজগঞ্জ জেলায় বসবাস করি।

IMG-20220620-WA0007.jpg
আমি আজকে বাংলাদেশের বন্যা সম্পর্কে একটা চিত্র অঙ্কন করে আপনাদের মধ্যে শেয়ার করতে চাচ্ছি, বাংলাদেশের অবস্থান গাঙ্গেয় বদ্বীপ এলাকায় হওয়া।এবং বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত বিভিন্ন উপনদীর কারণে বাংলাদেশের প্রতি বছরই বর্ষাকালে ছোট থেকে মাঝারি আকারের বন্যা হয়ে থাকে। অতীতে বন্যা বাংলাদেশ ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিশেষ করে ১৯৬৬,১৯৮৮,১৯৯৮,২০০৮এবং ২০১৭।অর্থাৎ দেখা যায় প্রতি ১০ বছর পর বাংলাদেশ একটি বড় বন্যা হয়ে থাকে। বর্তমান ২০২২সালে সিলেট এবং সুনামগঞ্জ এলাকায় ১২০ বছরের ইতিহাসে এরকম ধ্বংসযজ্ঞ, বন্যার পানি বাংলাদেশের মানুষ দেখে নি।
চলুন আমি আমার চিত্রাংণ শুরু করি।

IMG-20220620-WA0008~2.jpg

প্রয়োজনীয় উপকরণ -ঃ

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • প্যাস্টেল রং
  • স্কেল

ধাপ-১

IMG-20220620-WA0002.jpg

প্রথমে তিনটি ঘর আঁকিয়ে নিলাম।

ধাপ-২

IMG-20220620-WA0005.jpg

এরপর গাছগুলো আঁকিয়ে নিলাম।

ধাপ-৩

IMG-20220620-WA0003~3.jpg
এরপর আশ্রয়হীন মানুষগুলো ঘরবাড়ি ছেড়ে কিভাবে যাচ্ছে সেগুলো আঁকিয়ে নিলাম।

ধাপ-৪

IMG-20220620-WA0001.jpg

গাছগুলো রং করা শুরু করলাম ।

ধাপ-৫

IMG-20220620-WA0009~2.jpg
আকাশ ঘরের স্তুুপ আর কলাগাছ রং করে নিলাম।

ধাপ-৬

IMG-20220620-WA0004.jpg
এরপর ঘরগুলো রং করে নিলাম।

ধাপ-৭

IMG-20220620-WA0010~2.jpg

এরপর নৌকা এবং মানুষগুলো রং করা শেষ করলাম।

ধাপ-৮

IMG-20220620-WA0006~2.jpg
এরপর পানির রং করা শুরু করলাম ।

শেষ ধাপ -

IMG-20220620-WA0011.jpg

এরপরে আমি শেষ ধাপে এসেছি ছবি পেন্সিল দিয়ে সুন্দর করে বর্ডার করে নিলাম, এবং প্যাস্টেল রং দিয়ে সম্পূর্ণ চিত্রটি আমি রং করা শেষ করলাম। এই চিত্রটি মাধ্যমে আমি আপনাদের সামনে বাংলাদেশের বন্যার ভয়াবহতা তুলে ধরার চেষ্টা করেছি। বন্যা মানুষর সর্বস্ব কেড়ে নিয়ে একদম নিঃস্ব করে দেয়।যা দেখে আমার অনেক খারাপ লাগে আর এই খারাপ লাগা থেকে আমি এই চিত্র অংকন করেছি। আশা করি, আপনাদের ভালো লাগবে।

banner-abbVD.png

ফোনের বিবরণ

ফোনRealme C17
ধরণএকটি বন্যার খতিগ্রস্ত গ্রামের দৃশ্য
ক্যমেরা মডেলC17
ক্যাপচার@nasrin111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG20210722184958.jpg

আমি মোছা.নাসরিন খাতুন।বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি একজন ভ্রমণপিপাসু মানুষ। ঘোরাফেরা করতে আমি খুবই ভালোবাসি।সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই।ভ্রমণ করার পাশাপাশি আমি বাগান করতে খুব ভালোবাসি।এছাড়াও অবসর সময়ে আমি বই পড়ি।বই পড়তে আমার খুবই ভালো লাগে।সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাম অঞ্চলের দৃশ্য খুব সুন্দর ভাবে আপনি অঙ্কন করেছেন দেখতে একদম অরজিনাল মনে হচ্ছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার আর্ট দেখে আমি অবাক বনে গেছি এতটা সুন্দর করে বন্যার্ত মানুষদের দৃশ্য আপনার ছবিতে ফুটিয়ে তুলেছেন। সুনামগঞ্জ এর বানভাসী মানুষদের জন্য দুঃখ লাগছে যখন সবাই সামনে ঈদুল আযহার উৎসব নিয়ে পরিকল্পনা করার কথা ছিল সেখানে ভিটা মাটি সব হারিয়ে সামান্য আশ্রয়টুকু খুজে পেতেই দিশেহারা। আল্লাহ তাদের এই সমস্যা থেকে দ্রুত মুক্তি দিন।

ধন্যবাদ,,,আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য,,, মহান আল্লাহ তাদের এই সমস্যা থেকে দ্রুত মুক্তি দিন, আমিন।

 2 years ago 

বিশেষ করে ১৯৬৬,১৯৮৮,১৯৯৮,২০০৮এবং ২০১৭।অর্থাৎ দেখা যায় প্রতি ১০ বছর পর বাংলাদেশ একটি বড় বন্যা হয়ে থাকে। বর্তমান ২০২২সালে সিলেট এবং সুনামগঞ্জ এলাকায় ১২০ বছরের ইতিহাসে এরকম ধ্বংসযজ্ঞ, বন্যার পানি বাংলাদেশের মানুষ দেখে নি।

আপনার পোষ্টের মধ্যে কথাগুলো একদম ঠিক বলেছেন। 10 বছরের মধ্যে আমরা এমন বন্যা আর কখনো দেখিনি। আপনার চিত্রাংকনের কথা প্রশংসা করে শেষ করতে পারবো না। সঠিক সময়ে সঠিক একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই বর্তমান পরিপ্রেক্ষিতে বন্যা নিয়ে আপনি এত অসাধারন একটি চিত্র অঙ্কন করেছেন কি বলবো। একটা কথা ঠিক বলেছেন বর্তমানে 2022 সালে সিলেট সুনামগঞ্জের বন্যা একদম কড়া নাড়িয়ে দিয়েছে। কত হাজার হাজার মানুষ যে তাদের জীবন বাচাঁনোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এমন কে প্রথম মানুষ তাদের প্রাণ হারাচ্ছে সত্যিই বিষয়টা ভাবলেই যেন খারাপ লাগে। তার সাথে কত ঘরবাড়ি, পশুপাখি সবকিছুই যেন তাদের জীবন নিয়ে লড়াই করছে। বাস্তবিক একটা বিষয় তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামের দৃশ্য অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই দৃশ্য বাস্তবতার সাথে একদম মিলে গেছে। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি চিত্রাংকন করেছেন। চিত্রাংকন টি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। আপনার এই চিত্র অংকন দেখে সত্যিই আমি মুগ্ধ। আপনি গ্রাম অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাম অঞ্চলের দৃশ্য এঁকেছেন এটাই আসলে সিলেটে এখন হচ্ছে। খুব ভালো লাগছে আপনারা চিত্র কোনটি শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

বর্তমান পরিস্থিতিতে বন্যাকবলিত কিছু এলাকায় এরকম দৃশ্যটা দেখতে পাই, সেই দৃশ্যগুলোর মধ্যে একটা মর্মান্তিক চিত্র ফুটে উঠে। আর সেই চিত্র খুব সুন্দর ভাবে আপনি আর্ট করে আমাদের সাথে তুলে ধরেছেন ধন্যবাদ।

 2 years ago 

বন্যার পানিতে প্লাবিত গ্রামের পেইন্টিং দেখে আমার সিলেটবাসীর কথা মনে পড়ে গেল।সিলেটবাসী সহ পুরো বাংলাদেশের মানুষ খুব বিপদে আছে। যাইহোক এত সুন্দর ভাবে এবং সময়োপযোগী এত সুন্দর একটি পেইন্টিং করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56912.97
ETH 2334.70
USDT 1.00
SBD 2.37