আর্ট : রঙিন বৃত্তের ম্যান্ডেলা আর্ট
ABB 15 মার্চ 2k24 শুক্রবার ✅
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন বৃত্তের ম্যান্ডেলা আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে রঙিন বৃত্তের ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।
আমি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে অনেক বেশি ভালোবাসি। তাই তো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ম্যান্ডেলা আর্ট করার জন্য। হাতে যখনই সময় থাকে তখনই বসে পড়ি খাতা এবং কলম নিয়ে। এই ম্যান্ডেলা আর্ট আমি কয়েকদিন আগেই করেছিলাম। ম্যান্ডেলা আর্ট করার জন্য যখন বসে ছিলাম, তখন কিসের ম্যান্ডেলা আর্ট করব এটাই ভেবে পাচ্ছিলাম না। মোবাইলে দেখতে লাগলাম কিসের সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করা যায়। তারপর হঠাৎ করে এরকম একটা আর্ট দেখলাম। যেটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তখন ভাবলাম যে এই ম্যান্ডেলা আর্ট করি। যেমন ভাবনা তেমন কাজ, সাথে সাথেই শুরু করে দিলাম করার জন্য। চেষ্টা করেছি নিখুঁতভাবে এবং সময় ব্যবহার করে সম্পূর্ণটা অঙ্কন করার। যেন যে কেউ চাইলে এটা অঙ্কন করতে পারে। তাই সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। ম্যান্ডেলা আর্ট করার জন্য সময়ের প্রয়োজন হয়। সময় দিয়ে আর্ট গুলো করলে দেখতে বেশি ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক অঙ্কন করার পদ্ধতি।
উপকরণ
আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল
ধাপ 1️⃣
প্রথমে আমি একটা পেজের চারপাশে কালো মার্কার কলম দিয়ে ঘর করে নিলাম। তারপরে পেন্সিল এবং কম্পাস দিয়ে ছোট বড় করে অনেকগুলো বৃত্ত এঁকে নিলাম।
ধাপ 2️⃣
তারপর সব থেকে বড় বৃত্তটার ভেতরে ডিজাইন আঁকতে লাগলাম। এভাবে অনেক সুন্দর করে ডিজাইন এঁকে নিলাম।
ধাপ 3️⃣
তারপর আরেকটা বৃত্তের মধ্যে ডিজাইন আঁকা শুরু করলাম এবং নিখুঁতভাবে ডিজাইন আঁকতে লাগলাম।
ধাপ 4️⃣
এভাবে দ্বিতীয় বৃত্তটার ভিতরেও ডিজাইন এঁকে নিলাম তারপর উপরে আরেকটা বৃত্তের ভেতরেও ডিজাইন আঁকতে লাগলাম।
ধাপ 5️⃣
এভাবে অনেক সুন্দর করে নিখুঁত নিখুঁত ডিজাইন এর মাধ্যমে তিনটা বৃত্তের ভেতরে ডিজাইন এঁকে নিলাম।
ধাপ 6️⃣
তারপর আরো যে বৃত্তগুলো ছিল সেগুলোর ভেতর ডিজাইন এঁকে নিলাম। এরপর একেবারে শেষে থাকা বৃত্তটার ভিতরেও অনেক সুন্দর ডিজাইন এঁকে নিলাম।
ধাপ 7️⃣
সবগুলোর ভেতরে ডিজাইন আঁকার পর স্কেল দিয়ে দাগ দিয়ে ডিজাইন করে নিলাম এবং ছোট ছোট করে অনেকগুলো বৃত্ত আঁকতে লাগলাম।
ধাপ 8️⃣
এভাবে অনেক সুন্দর করে ছোট বড় করে অনেকগুলো ছোট-বড় বৃত্ত এঁকে নিলাম।
ধাপ 9️⃣
তারপরে একেবারে ছোট ছোট বৃত্তগুলোর ভেতর কালো রং করলাম কালো মার্কার দিয়ে। তারপর কয়েকটার ভেতরে ফোটা এঁকে নিলাম। এরপর কয়েক টার ভিতর বিভিন্ন কালার করে নিলাম। এভাবেই আমি আমার আজকের ম্যান্ডেলা আর্ট শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | আর্ট |
---|---|
ক্যামেরা | Samsung S23 Ultra |
পোস্ট তৈরি | narocky71 |
লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
রঙিন বৃত্তের এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করেছে দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। একেবারে চোখ ধাঁধানো একটা সুন্দর ম্যান্ডেলা আর্ট ছিল। এটা আমি যত দেখছিলাম তত ভালো লাগছিল। সত্যি তুমি অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে পারো। আর তোমার এই ম্যান্ডেলা আর্ট গুলোর প্রশংসা যত করব ততই কম হবে। অনেকগুলো বৃত্তের ভিতরে নিখুঁত নিখুঁত ডিজাইনের আর্ট করেছ। যেগুলো করতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল দেখেই বুঝতে পারতেছি। আসলে এই কাজগুলো সময়ের। সময় নিয়ে যদি এগুলো করা হয়, তাহলে দেখতে অনেক ভালো লাগে।
একেবারে চোখ ধাঁধানো একটা আর্ট ছিল জেনে ভালো লাগলো। নিখুঁতভাবে ডিজাইনগুলো করার চেষ্টা করেছি। প্রশংসা মূলক মন্তব্য পেয়ে ভালো লেগেছে।
https://twitter.com/NARocky4/status/1768496833658241353?t=fBs7GCTMM-tuMWHvOIFUiA&s=19
ম্যান্ডেলার আর্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমারও এমন হয় আর্ট করতে বসলে কি আর্ট করব খুঁজে পাই না। যাইহোক তারপরও আপনি ভিডিও দেখে খুব সুন্দর একটি আর্ট খুঁজে পেয়ে সেই আর্টটি করেছেন। আর্টটি কিন্তু চমৎকার হয়েছে। ভেতরের ছোট ছোট বলগুলো কালার করার কারণে আরো বেশি ভালো লাগছে খুব।
ম্যান্ডেলা আর্ট করতে আপনার কাছেও ভালো লাগে জেনে খুশি হলাম।
ম্যান্ডেলা আর্ট মানে অনেক সময় ধৈর্য নিয়ে করতে হয় ৷ আর আপনি তাই করেছেন আর সত্যি বলতে আপনি বরাবরই বেশ সুন্দর আর্ট পোষ্ট শেয়ার করেন ৷ ঠিক আজকের ব্লগটি রঙিন বৃত্তের ম্যান্ডেলা আর্ট টি সত্যি দারুন চোখ ধাঁধানো আর্ট ৷ অনেক ভালো লাগলো ভাই ৷ অসংখ্য ধন্যবাদ
হ্যাঁ ভাই এই ম্যান্ডেলা আর্ট অনেক ধৈর্য নিয়ে করা লেগেছে।
ভাই এক কথায় অসাধারণ।মনে হচ্ছে স্বপ্নের মাঝে কিছু দেখছি। আমার আজ পর্যন্ত দেখা বেস্ট ম্যান্ডালা গুলোর মাঝে এটা একটা।চোখ জুড়িয়ে গেল ভাই ম্যান্ডালাটি দেখে।ধন্যবাদ ভাই অসাধারণ চিত্রকর্মটি শেয়ার করার জন্য।
আমার ম্যান্ডেলাটি দেখে আপনার চোখ জুড়িয়ে গিয়েছে জেনে ভালো লেগেছে।
আপনি প্রতি সপ্তাহে মেন্ডেলা আর্ট তৈরি করে যাচ্ছেন। আর এ থেকে বোঝা যায় আপনি মেন্ডেল আর্ট গুলো তৈরি করতে বেশ স্বাচ্ছন্দ বোধ করেন। আজকে আপনি খুবই চমৎকার একটি রঙিন বৃত্তের মেন্ডেল আর্ট তৈরি করেছেন। এই আর্ট তৈরীর প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি এই আর্ট করার পদ্ধতি শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে।
চমৎকার ম্যান্ডেল আর্ট করেছেন আপনি। দেখতে খুব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে আর্টটি সম্পূর্ণ করেছেন। আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ম্যান্ডেলা আর্ট করতে ধৈর্য আর সময় লাগে। আর আমিও ধৈর্য আর সময় কাজে লাগিয়ে কাজ করার চেষ্টা করি।
আপনার কাছ থেকে যেকোনো ধরনের চিত্র অংকন দেখতে পাই । চিন্তাভাবনা কাজে লাগিয়ে অনেক সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে থাকেন। আজকে দারুন একটি মেন্ডেলের আর্ট করেছেন । যেটা আপনি ইউটিউব থেকে দেখে খুব দক্ষতা সহকারে কাজটি সম্পন্ন করেছেন। অনেক সুন্দর লাগছে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে ভাবতে ভাবতে অনেক সময় লেগে যায় তাই দেখে করার চেষ্টা করি। যদিও দেখতে অনেক সময় লাগে। কারণ কোনটা আঁকবো এটাই বুঝতে পারি না।
মেন্ডেলা আর্ট সবসময় আমার কাছে খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝে চেষ্টা করি মেন্ডেলা আর্ট তৈরি করার জন্য। কিন্তু আপনাদের মত এত সুন্দর হয় না। তবে আপনাদের পোস্ট থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি। রঙিন বৃত্তের ম্যান্ডেলা আর্ট দেখতে অসাধারণ লাগছে
প্রত্যেকটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
আপনি আমার এই ম্যান্ডেলার আর্ট পোস্ট থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছেন দেখে ভালো লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.