অনেক মজাদার ভাবে তৈরি করলেন তেঁতুলের চাটনি। এই সময় পাকা তেঁতুল সব জায়গায় পাওয়া যায়। আর পাকা তেঁতুল দেখলে তো জিভে জল এমনিতেই চলে আসে। ছেলে মেয়ে উভয়েরই পাকা তেঁতুল অনেক পছন্দের। এখন তো আমার পাকা তেঁতুল খেতে ইচ্ছে করছে। লোভ লাগিয়ে দিলেন আপনি এটি দেখিয়ে। ইচ্ছে তো করছে এখান থেকে নিয়ে খেয়ে ফেলতে।