মন ভরে যাওয়ার মত একটা স্যান্ডেল তৈরি করলেন তো আপনি। অনেক সুন্দর দেখতে লাগছে এই স্যান্ডেলটা। আমি তো দেখে মুগ্ধ হলাম। কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর লাগছে। সুন্দর কালার চয়েজ করলে ডাই গুলোর কালার আরো অনেক বেশি আকর্ষণীয় লাগে। আর তেমনই এটাও খুব আকর্ষণীয় লাগছে। অনেক সুন্দর হয়েছে পুরোটা।