বুঝিনা আপু কেন যে মজার মজার রেসিপি গুলো দেখাতে যান। আমি তো লোভ সামলাতে পারি না একেবারেই রেসিপিগুলো দেখলে। তেমনি নুডুলস এর রেসিপি টা দেখে ও লোভ সামলাতে পারছি না। নুডুলস দেখলেই খেতে ইচ্ছে করে, কারণ এটি আমার খুব ফেভারিট। ডেকোরেশন টা দারুন ভাবে করেছেন। এভাবে যদি আমাকে এখন দিয়ে দিতেন, তাহলে তো মজা করে খেয়ে নিতাম।