একটা মানুষের লাখ লাখ কোটি কোটি ধন সম্পদ থাকলেও সেই মানুষটা সন্তুষ্টি অর্জন করে না। প্রত্যেকটা মানুষ এখন ঠিক এরকমই। আমাদের সবারই অল্পতে সন্তুষ্ট থাকা শিখতে হবে। সেটা টাকা পয়সা ধন-সম্পদ যেকোনো বিষয়ই হোক না কেন। অল্পতেই যদি আমরা সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া আদায় করি তাহলে সৃষ্টি করতে অনেক বেশি খুশি হবেন। মানুষ অল্পতেই শুকরিয়া আদায় করলে সুখী হয়। মানুষ এমনিতে সুখ খুঁজে প্রতিনিয়ত। কিন্তু কোথায় সুখ পাবে এটাই তারা বুঝতে পারে না। অল্পতে সন্তুষ্ট থাকা আর শুকরিয়া আদায় করার মধ্যেই যে সুখটা পাওয়া যায় এটা কিভাবে বুঝবে এই ধরনের মানুষগুলো।