আরে বাহ্ আপু, খাতার মধ্যে দেখছি কালারফুল করম দিয়ে খুব দারুণ একটা মেহেদির ডিজাইন অঙ্কন করে ফেলেছেন। এরকম সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে হাতে যখন মেয়েরা মেহেদী পড়ে, তখন মেহেদি রাঙা হাত অনেক ভালো লাগে দেখতে। অনেক নিখুঁত নিখুঁত ডিজাইনের মাধ্যমে পুরো ডিজাইনটা আপনি অঙ্কন করেছেন। অসম্ভব ভালো লেগেছে পুরোটা। এটা মনে হয় হাতে লাগালেও ভালো লাগবে।