You are viewing a single comment's thread from:
RE: The KFD Express রেস্টুরেন্টে একদিন
আমার তো যখনই মন খারাপ হয় তখনই আমি খাওয়া-দাওয়া করার জন্য বাহিরে বের হয়ে যাই। না হলে ঘুরাঘুরি করার জন্য বের হয়ে যাই। কারণ খাওয়া দাওয়া অথবা ঘুরাঘুরি করলে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আপনি আপনার ফ্রেন্ডের সাথে বাহিরে এসেছিলেন, তাও আবার ওনার জোরাজুরিতে। তাই একসাথে আড্ডা দিয়ে এমনকি খাওয়া দাওয়া গল্প করে মনটা নিশ্চয়ই ভালো হয়ে গিয়েছে। আসলে মানুষের জীবনে বেশি পরিমাণ বন্ধু থাকার প্রয়োজন হয় না। হাতে গোনা এক দুইটা প্রকৃত বন্ধু থাকলেই আমি মনে করি যথেষ্ট।
সবসময় আসলে নিজের থেকে একা একা বাইরে যেতেও ইচ্ছে করে না আমার। তাই বান্ধুবীর আস্কারায় ই গিয়েছিলাম। গিয়ে মন ভালো হয়ে গেছে। আর আসলে এমন ১/২ টা প্রকৃত বন্ধুই জীবনে যথেষ্ট।