নিজের সন্তানের দেওয়া উপহার সন্তানের হাতেই পড়তে পেরেছেন, এটা জেনে অনেক বেশি ভালো লেগেছে। সিয়াম ভাইয়া এত দেখছি আপনার হাতে খুব যত্ন সহকারে ঘড়িটা পরিয়ে দিচ্ছে। আর আপনার হাতে কিন্তু ঘড়িটা অনেক বেশি ভালো লেগেছে। সত্যি আপনাদের পুরো ফ্যামিলির জন্যই অনেক বেশি দোয়া করি। ছেলেদেরকে নিয়ে যেন এরকম ভাবেই হাসি খুশিতে থাকতে পারেন এরকমই কামনা করি। তবে আপনাদের বাড়ির পাশের এক ভাইয়া গতকালকে মারা গিয়েছিল শুনে অনেক বেশি খারাপ লেগেছে। বুঝতেই পারছি দিনটা একটু অন্যরকমভাবে কেটেছিল আপনার।
খুবই স্বাভাবিক একটা বিষয়। ঈদের মত যখন আনন্দঘন মুহূর্ত চলছে, ঠিক সেই সময় পাশের বাড়ির কেউ মারা গেলে কতটা কষ্টদায়ক হতে পারে,তা আমরা সকলেই উপলব্ধি করতে পারি।