RE: লাউ দিয়ে রুই মাছের সুস্বাদু রেসিপি
দাদা আপনি আজকে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করেছেন। যেটা দেখে কোনরকম লোভ সামলাতে পারছি না। ইচ্ছে করছে এখনই তুলে নিয়ে খেয়ে ফেলি। লাউ যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করা লাউ খেতে আমি সবথেকে বেশি পছন্দ করি। চিংড়ি মাছ দিয়ে যদি লাউ এর রেসিপি তৈরি করা হয়, তাহলে সেটা আমি মনে করি একটু বেশি সুস্বাদু হয়। তবে রুই মাছ দিয়ে তৈরি করলেও অনেক সুস্বাদু হয়। লাউ এর ঘন্ট রেসিপি টা আমার ভালো লাগে। যারা কখনো রুই মাছ দিয়ে লাউ রান্না করেনি, তারা কিন্তু চাইলে আপনার উপস্থাপনা দেখে এই মজাদার রেসিপিটা তৈরি করে নিতে পারবে। দু একবার খাওয়া হয়েছিল রুই মাছ দিয়ে রান্না করা লাউ। সত্যি দাদা স্বাদটা একেবারে অসাধারণ। ওজন কমানোর ক্ষেত্রে আবার ত্বকের ক্ষেত্রেও লাউ বেশ উপকারী এটা জানতামই না আগে। আপনার কাছ থেকেই আজকে জানতে পারলাম দাদা।