আসলে আমরা ভালো অবস্থানে থাকলেও আমাদের আরো ভালো চাই। ভালো অর্থ থাকলেও শুধু চাই আর চাই। কিন্তু আমাদের এটা ভাবা উচিত, আমরা সন্তুষ্ট না থাকলে যত কিছুই আমাদেরকে দেওয়া হবে তত কিছুই আমাদের হবে না। আমাদের চারপাশের পরিবেশ এবং চারপাশের মানুষের দিকে আমাদের তাকানো উচিত। তারা কি রকম অবস্থায় রয়েছে এটা আমাদের ভাবা উচিত। আপনি এত সুন্দর করে পুরো কবিতাটা লিখেছেন, যেটা পড়ে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। যত পড়ছিলাম ততই ভালো লাগছিল। বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন পুরো কবিতার মধ্যে।