নতুন ফোন কিনার জন্য অভিনন্দন জানাই আপু। যেহেতু আপনার আগের মোবাইলে ram কম ছিল তাই আপনি নতুন মোবাইল কিনবেন ঠিক করেছিলেন। পছন্দমত আপনি এই মোবাইলটা কিনেছেন এটা জেনে ভালো লাগলো। আসলে মোবাইল কিন্তু অনেক সুন্দর এবং চালাতেও বেশ ভালো লাগবে। গোল্ডেন কালারের মোবাইল কিনেছেন এটা জেনে তো আরো ভালো লাগলো।
দোয়া করবেন ভাইয়া যেন চালাতে পারি মনের মত করে, ধন্যবাদ আপনাকে।