কাটলেট খেতে আমি তো অনেক বেশি পছন্দ করি। আর যদি হয় চিজ পটেটো কাটলেট তাহলে তো কোন কথাই নেই। অনেক বেশি মজাদার হয়েছে রেসিপিটা যা যে কেউ দেখেই বুঝতে পারবে। আপনি শেষে যেভাবে পরিবেশন করেছেন আমাকে যদি প্লেট টা দিয়ে দিতেন, তাহলে মনে হয় না এখানে একটাও বাকি থাকতো বলে। এরকম মজার মজার রেসিপি দেখলে লোভ সামলানো তো একেবারেই যায় না।